
চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির ১৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। আই সাবেক বার্সেলোনা মহাতারকার এক মৌসুমে সর্বোচ্চ গোল-অ্যাসিস্টের রেকর্ডকে ছাপিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
বুধবার (৩০ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হয় বার্সেলোনা। ঘরের মাঠে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৩ গোলে ড্র করেছে বার্সা। এই ম্যাচে একটি অ্যাসিস্ট করেন রাফিনিয়া। আর তাতেই মেসিকে পেছনে ফেলেছেন এই উইঙ্গার।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ৮টি অ্যাসিস্ট করলেন রাফিনিয়া। সেইসঙ্গে তার গোল রয়েছে ১২টি। সবমিলিয়ে ২০ গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্য দিয়েই মেসির ১৩ বছর ধরে টিকে থাকা রেকর্ডটি ভেঙে ফেলেছেন দুর্দান্ত ছন্দে থাকা এই ফুটবলার।
আরও পড়ুন:
» ৫ মে শুরু নিউজিল্যান্ড সিরিজ, সিলেট পৌঁছেছেন মুস্তাফিজরা
» মিলান দূর্গ থামিয়ে দিল বার্সার জয়রথ
২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন মেসি। যার মধ্যে ১৪টি গোল এবং ৫টি অ্যাসিস্ট ছিল। টুর্নামেন্টের চলতি মৌসুমে রাফিনিয়া ২০ গোলে অবদান রেখে মেসিকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে গেছেন। একইসঙ্গে বার্সেলোনার জার্সিতে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন।
অবশ্য এই তালিকায় শীর্ষে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২১ গোলে অবদান রেখেছিলেন তিনি। তাকে ছুঁতে রাফিনহার প্রয়োজন একটি গোল কিংবা অ্যাসিস্ট। তবে আর দুই গোলে অবদান রাখতে পারলেই রোনালদোকে ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডটা নিজের নামে করে নিতে পারবেন এই বার্সা তারকা।
আগামী ৬ মে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচ দিয়ে রোনালদো ছাড়িয়ে বড় সুযোগ থাকছে রাফিনিয়ার সামনে। তবে এই ম্যাচে বার্সা জয় পেলে ফাইনালেও সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান তারকা।
ক্রিফোস্পোর্টস/১মে২৫/বিটি
