Connect with us
ক্রিকেট

তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে কোয়াবের প্রতিবাদ

tamim
তামিম ইকবাল ও নাজমুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের প্রতিবাদে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

ঘটনার সূত্রপাত সম্প্রতি তামিম ইকবালের একটি ফেসবুক পোস্টের ফটোকার্ড শেয়ার করে নিজের ব্যক্তিগত আইডিতে নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও পরবর্তীতে তিনি পোস্টটি সরিয়ে নেন, কিন্তু ততক্ষণে সমালোচনার ঝড় শুরু হয়।

এই বিষয়ে জানতে চাইলে নাজমুল ইসলাম জানান, এটি তার ‘ব্যক্তিগত মতামত’ এবং এর সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই।



কোয়াবের তীব্র প্রতিবাদ

তামিম ইকবালকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ (৯ জানুয়ারি) একটি বিবৃতি দিয়েছে কোয়াব।

বিবৃতিতে তারা জানায়, ‘বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।’

সংগঠনটি আরও উল্লেখ করে, ‘শুধু তামিম নয়, যেকোনো ক্রিকেটারের বিরুদ্ধেই এমন কুরুচিপূর্ণ মন্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক।’

বিসিবি সভাপতির কাছে জবাবদিহিতার দাবি

কোয়াব এই ঘটনায় বিসিবি সভাপতির কাছে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে।’

সংগঠনটি দাবি করেছে যে, সংশ্লিষ্ট পরিচালককে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৬/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট