Connect with us
ক্রিকেট

লখনৌর বিপক্ষে দুর্দান্ত জয়, মুম্বাইকে ছাড়িয়ে গেল পাঞ্জাব

Punjab surpass Mumbai with a great win over Lucknow
লখনৌকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে দুর্দান্ত খেলছে আঞ্জাব কিংস। আগে ব্যাট প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে রানবন্যায় ভাসিয়েছে তারা। চলতি আসরে আগে ব্যাট করা ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতেই দুইশ’র বেশি পুঁজি পেয়েছে দলটি। এবার সেই তালিকায় যুক্ত হলো লখনৌ সুপার জায়ান্টস। ঋষভ পন্তদের বিপক্ষে দুইশ’র বেশি পুঁজি গড়া ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।

রোববার (৪ মে) আইপিএলের ৫৪তম ম্যাচে লখনৌকে ৩৭ রানে হারিয়েছে পাঞ্জাব। চলতি আইপিএলে এটি তাদের সপ্তম জয়। এই জয়ে দুই ধাপ এগিয়েছে দলটি। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মুম্বাই ও গুজরাটকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছে শ্রেয়ার আইয়ারের দল।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লখনৌ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল পুঁজি পায় পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন প্রভসিমরান সিং। ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার।

আরও পড়ুন:

» চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বিসিবির

» ইডেন গার্ডেন্সে শেষ ওভারের নাটকীয়তায় কলকাতার কষ্টার্জিত জয় 

পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ২৫ বল ৪৫ রান। এছাড়া জস ইংলিস ১৪ বলে ৩০ এবং শশাঙ্ক সিং ১৫ বলে ৩৩ রান করেন। লখনৌর হয়ে ২টি করে উইকেট শিকার করেন আকাশ সিং ও দিগবেশ সিং রাঠী।

জবাবে খেলতে নেমে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাঞ্জাব। তবে শেষদিকে আয়ুশ বাদোনির ৭৪ এবং আব্দুল সামাদের ৪৫ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলতে সক্ষম হয় দলটি। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এছাড়া আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার পন্ত আজ ১৭ বলে ১৮ রান করেছে। এই আসরে এখনো জ্বলে উঠতে পারেননি লখনৌ অধিনায়ক।

পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেন আর্শদীপ সিং। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ২টি এবং মার্কো জ্যানসেন ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাঞ্জাব কিংস: ২৩৬/৫ (২০ ওভার)
লখনৌ সুপার জায়ান্টস: ১৯৯/৭ (২০ ওভার)
ফলাফল: পাঞ্জাব কিংস ৩৭ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৪মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট