
চলতি আইপিএলে আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল পাঞ্জাব কিংস। বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। এই জয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে তারা। তিন ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে শ্রেয়াস আইয়ারের দল।
চেন্নাইয়ের এম.এ চিদম্বরাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান তুলে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। জবাবে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পোঁছে যায় পাঞ্জাব।
চিপকে রানতাড়ায় নেমে শুরু থেকেই মারকুটে ক্রিকেট খেলে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৪ রান। পাওয়ার প্লেতে প্রিয়াংশর (২৩) বিদায়ের পর শ্রেয়াস আইয়ার ও প্রভসিমরানের ব্যাটে এগোতে থাকে পাঞ্জাব। দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান যোগ করেন তারা। ফিফটি রানের মাাইলফলক স্পর্শ করে বিদায় নেন প্রভসিমরান (৫৪)।
আরও পড়ুন:
» আইপিএল ২০২৫ : এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিলেন স্পিনার
» প্রত্যাবর্তনের টেস্টে দারুণ জয়, এনামুলের আবেগঘন বার্তা
এরপর নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা নেগাল ওয়াদিরাও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ৫ রান করে বিদায় নেন এই ব্যাটার। তবে একপ্রান্ত আগলে নিজের ফিফটি তুলে নেন পাঞ্জাব অধিনায়ক। শেষদিকে আইয়ার ৭২ এবং শশাঙ্ক সিং ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে ফিরে গেলে জশ ইংলিস ও মার্কো জ্যানসেন মিলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন খলিল আহমেদ ও মাতিশা পাথিরানা। এছাড়া একটি করে উইকেট নেন জাদেজা ও নূর আহমেদ।
এর আগে প্রথম ইনিংসে চেন্নাইয়ের হয়ে ৪৭ বলে ৮৮ রান করেন স্যাম কারান। ৯ চার ও ৪ ছক্কার মারে দুর্দান্ত ইনিংসটি সাজান এই ইংলিশ অলরাউন্ডার। ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। এছাড়া রবীন্দ্র জাদেজা ১৭ এবং এমএস ধোনি ও শাইক রশিদের ব্যাট থেকে সমান ১১ রান করে আসে।
পাঞ্জাবের হয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। এছাড়া ২টি করে উইকেটের দেখা পান আর্শদীপ সিং ও মার্কো জ্যানসেন।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস: ১৯০/১০ (১৯.২ ওভার)
পাঞ্জাব কিংস: ১৯৪/৯ (১৯.৪ ওভার)
ফলাফল: পাঞ্জাব কিংস ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/বিটি
