
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। রবিবার আসরের ফাইনালে মুখোমুখি সাকিব-রিশাদদের লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। টস জিতে লাহোরকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে কোয়েটা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পিএসএলের ফাইনালে মুখোমুখি হয়েছে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স বনাম সৌদ শাকিলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। যদিও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন।
বৃষ্টির কারণে ম্যাচটি ঠিকঠাক অনুষ্ঠিত না হলে পিএসএলের ১৬.১১.১.১ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী খেলা পরদিন রিজার্ভ ডেতে গড়াবে। যদিও রিজার্ভ ডে নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।
আরও পড়ুন
» সাকিবের রেকর্ড ভেঙে আইপিএলে নতুন মাইলফলক মুস্তাফিজের
» মেসির দুর্দান্ত ফ্রি-কিক, পিছিয়ে পড়েও হারেনি মায়ামি (ভিডিও)
এই ম্যাচে একাদশে সুযোগ পাননি নাম্বার সাবেক ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আগের ম্যাচে বল হাতে ঘূর্ণি জাদু দেখানো রিশাদ হোসেনকে ঠিকই একাদশে রেখেছেন শাহিন আফ্রিদিরা।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, আসিফ আলী, সিকান্দার রাজা, শাহীন আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, সালমান মির্জা ও হারিস রউফ।
কোয়েটা গ্লাডিয়েটর্স একাদশ: সৌদ শাকিল (অধিনায়ক), আবরার আহমেদ, হাসান নওয়াজ, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্দো, রাইলে রুসো, মোহাম্মদ আমির, খুররম শাহজাদ, ফাহিম আশরাফ, উসমান তারিক ও ফিন অ্যালেন।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এজে
