
চ্যাম্পিয়নস লিগে দারুণ ছন্দে আছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের মাঠে তারা জিতেছে ৭–২ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। সপ্তম মিনিটেই এগিয়ে যায় দলটি। নুনো মেন্ডেসের ক্রসে হেড করে গোল করেন ডিফেন্ডার উইলিয়ান পাচো। ৩৩ মিনিটে লেভারকুসেনের অধিনায়ক রবার্ট আন্ডরিশ প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি লাল কার্ড দেখান। তবে এর কিছুক্ষণ পরই পিএসজির ইলিয়া জাবারনিয়িও প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।
৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আলেইক্স গার্সিয়া। কিন্তু এরপর ম্যাচ পুরোপুরি পিএসজির দখলে চলে যায়। ৪১ মিনিটে ডিজায়ার দোয়ে দারুণ এক ফিনিশে গোল করেন, এরপর ৪৪ মিনিটে খভিচা কভারাতস্কেলিয়া এবং অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) দোয়ে আবারও গোল করেন। যার ফলে বিরতিতে যাওয়ার আগে পিএসজির লিড দাঁড়ায় ৪-১-এ।
দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে তারা। ৫০ মিনিটে মেন্ডেস নিজেই গোল করেন, পরে ৬৬ মিনিটে ইনজুরি থেকে ফেরা উসমান ডেম্বেলে যোগ করেন ষষ্ঠ গোল। শেষ দিকে (৯০ মিনিটে) নিজের নামের পাশে গোল তোলেন ভিটিনহা। লেভারকুসেনের হয়ে দ্বিতীয় গোলটি আসে ৫৪ মিনিটে, আলেইক্স গার্সিয়ার দূরপাল্লার শটে।
বায়এরেনায় ৩০ হাজার দর্শকের সামনে ম্যাচটি ছিল গোল উৎসবের মতো। পিএসজি দলে ছিল না একাধিক ইনজুরিতে থাকা তারকা, তবু দলের ধারাবাহিকতা ছিল স্পষ্ট। এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ফরাসি জায়ান্টরা।
মৌসুমের শুরু থেকে চোট সমস্যায় জর্জরিত পিএসজি লিগ ওয়ানে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে এবং শীর্ষস্থান হারিয়েছে মার্সেইয়ের কাছে। তবে ইউরোপের মঞ্চে তাদের ফর্মের কোনো ছন্দপতন ঘটেনি। চ্যাম্পিয়ন্স লিগে তারা আগের মতোই ভয়ঙ্কর রূপে ফিরেছে।
এদিকে পিএসজির মতো পূর্ণ ৯ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় পরের দুটি স্থানে রয়েছে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল। অন্যদিকে মাত্র ২ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ২৭তম স্থানে আছে লেভারকুসেন।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/টিএ
