মেসি-নেইমারের অনুপস্থিতিতে পিএসজির দায়িত্ব সামলাচ্ছেন এমবাপ্পে। একাই কাণ্ডারি হয়ে দলকে জয়ে ফিরিয়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
রবিবার রাতে ট্রয়েসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। এ দিন ৩-১ গোলে জয় পেয়েছে পিএসজি। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল পিএসজি।
ট্রয়েসের ঘরের মাঠে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে পিএসজি। ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এবারের লিগে এটি এমবাপ্পের ২৪তম গোল। ১–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পিএসজি দ্বিতীয় গোল পায় ৫৯ মিনিটে। ভেরাত্তির ক্রসে হেড করেন ভিতিনিয়া।
আরও পড়ুন:
ম্যাচের ৮৩ মিনিটে এক গোল শোধ দেন স্বাগতিকদের শাভালেরিন। এর তিন মিনিট বাদেই পিএসজি শিবিরে স্বস্তি ফেরান রুইস। আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তানের নতুন শর্ত
ক্রিফোস্পোর্টস/৮মে২৩/এসএ
