Connect with us
ফুটবল

রিয়ালকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

PSG beat Real Madrid to reach Final
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠল পিএসজি। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এক হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। তবে সেখানে ম্যাচের ফলাফল এসেছে অনেকটাই একপেশে। রিয়াল মাদ্রিদকে রীতিমতো কাঁদিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করল পিএসজি। বড় জয়ে চলতি আসরের ফাইনালে উঠে গেল ফরাসি জায়ান্টরা।

গতকাল রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইস। বাকি দুই গোল করেছেন ওসমান দেম্বেলে এবং গঞ্জালো রামোস। এদিন একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল।

এদিন ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সের মধ্যে রিয়াল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান ফাবিয়ান রুইস। সেখান থেকে সুযোগ হাতছাড়া করেননি তিনি। সহজ ফিনিশিংয়ে বল জড়ান জালে। এর তিন মিনিট বাদেই দলের ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। এবারও ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যায় পিএসজি।


আরও পড়ুন:

» বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (১০ জুলাই ২৫)

» মায়ামির মায়ায় পড়েছেন মেসি, করছেন চুক্তি নবায়ন!


প্রথমার্ধেই আরও এক গোল পেয়ে যায় ফরাসি ক্লাবটি। এবার নিজের দ্বিতীয় গোল করেন রুইস। বক্সের মধ্যে সতীর্থের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে জালে বল জড়ান তিনি। তিন গোলে পিছিয়ে পড়লেও প্রত্যাবর্তনের আশা দেখায় রিয়াল। তবে আজ আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একের পর এক আক্রমণ করেও পায়নি সফলতা।

উল্টো ম্যাচের শেষ দিকে আরও এক গোল হজম করে রিয়াল। যেখানে বক্সের ভেতর সতীর্থের সঙ্গে বল দেয়া নেয়া করে গোল করেন গঞ্জালো রামোস। এতে করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। আর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠল তারা। যেখানে ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ হিসেবে থাকছে চেলসি।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল