 
																												
														
														
													গতকাল ভোরে ইন্টার মায়ামি ও আল-আহালির ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এবারের ক্লাব বিশ্বকাপ। যেখানে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে গেল রাতে মুখোমুখি হয়েছিল দুই ইউরোপিয়ান ক্লাব পিএসজি ও আতলেটিকো মাদ্রিদ। যেখানে প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করল পিএসজি।
রোববার রাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে মাদ্রিদের ক্লাবটিকে ৪-০ গোলে পরাজিত করে পিএসজি। বড় জয়ে উড়ন্ত শুরু পেয়েছে ফরাসি এই ক্লাব। যেখানে দলের হয়ে একটি করে গোল করেন ফাবিয়ান রুইস, ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং-ইন। ফলে দলের সেরা ফরোয়ার্ড উসমান দেম্বেলের অনুপস্থিতি টেরই পায়নি পিএসজি।
এদিন ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ চালায় প্যারিস সেন্ট জার্মেই। মাত্র ১৯ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় দলটি। এই সময় ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে জোরালো শটে গোল করেন ফাবিয়ান রুইস। এরপর বিরতির ঠিক আগ মুহূর্তে যোগ করা সময়ে ভিতিনিয়ার গোলে লিড বাড়ায় পিএসজি।
আরও পড়ুন:
» নারী দলেও প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে কি ভাবছে বাফুফে?
» ক্লাব বিশ্বকাপের ম্যাচসহ আজকের খেলা (১৬ জুন ২৫)
এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে মুখোমুখি হল এই দুই ইউরোপিয়ান ক্লাব। তবে তাদের লড়াই জমলো না তেমন একটা। বেশ একপাশে ম্যাচ দেখা গেল মাঠে। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও দুই গোল হজম করে আতলেটিকো। ম্যাচের প্রায় ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে পিএসজি। এদিন ম্যাচের বাকি দুই গোল আসে একেবারে শেষ মুহূর্তে।
নির্ধারিত সময় শেষের তিন মিনিট পূর্বে সেনি মায়ুলুর শটে নিজেদের তৃতীয় গোল পেয়ে যায় পিএসজি। আর যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলের হালি পূরণ করেন লি কাং-ইন। ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এতে করে টুর্নামেন্টের সুপার সিক্সটিন নিশ্চিত করার লক্ষ্যে প্রথম ধাপে এগিয়ে গেল এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি।
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	