
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। রোববার অনুষ্ঠিতব্য শিরোপা নির্ধারণী ম্যাচে ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে মাঠে নামতে পারবে না দলটির দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়ান পাচো এবং লুকাস হার্নান্দেজ। এই দুই তারকার অনুপস্থিতি নিঃসন্দেহে ফরাসি চ্যাম্পিয়নদের জন্য এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরাসরি লাল কার্ড দেখায় পাচো ও হার্নান্দেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি, এবং দুঃখজনকভাবে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটিও তাদের মাঠের বাইরে থেকেই দেখতে হবে। পিএসজির রক্ষণভাগের এই দুই স্তম্ভের অনুপস্থিতি দলের কৌশলে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন:
» ফিফা র্যাঙ্কিংয়ে অবনতির মুখে হামজা-জামালরা
» রিয়ালকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি
তবে, পিএসজি তাদের এই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ২০২৫ সালটি পিএসজির জন্য এক অসাধারণ বছর। ফরাসি লিগ শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা প্রথমবারের মতো ইউরোপ সেরার খেতাব অর্জন করেছে। এখন তারা ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়ার দোরগোড়ায়। এই ঐতিহাসিক লক্ষ্য পূরণের পথে তাদের শেষ বাধা চেলসি।
ফাইনালে পৌঁছনোর পথে পিএসজি একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০, বায়ার্ন মিউনিখকে ২-০ এবং সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে লুইস এনরিকের দলটি প্রমাণ করেছে যে তারা এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা দল। শিরোপা জয়ের এই স্বপ্ন পূরণে পাচো এবং হার্নান্দেজের অভাব পিএসজি কিভাবে পূরণ করে, সেটাই এখন ফুটবলপ্রেমীদের প্রধান কৌতূহল।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ
