
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। লাল কার্ড ও ইনজুরি জর্জরিত ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে ফরাসি ক্লাবটি। এদিন দুটি লাল কার্ড দেখেছেন পিএসজি ফুটবলারই। আর ম্যাচে ভয়াবহ এক ইনজুরির কবলে পড়েছেন বায়ার্নের অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা।
গতকাল শনিবার রাতে টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পিএসজি ও বায়ার্ন মিউনিখ। যেখানে জার্মান ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের সেরা চারে উঠে এসেছে পিএসজি। দলটির হয়ে এদিন গোল পেয়েছেন ডিজায়ের ডুও এবং ওসমানে দেম্বেলে। আর প্রতিপক্ষকে ফাউল করে লাল কার্ড দেখেন উইলিয়াম পাচো ও লুকাস হার্নান্দেজ।
এদিন ম্যাচের ৭৮তম মিনিটে গিয়ে গোলশূন্য সমতা ভেঙে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন ডিজায়ের ডুও। এরপর অবশ্য দুই লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় পিএসজি। ৮২ মিনিটে বায়ার্ন মিডফিল্ডার লিও গোর্তেকাকে ট্যাকল করে লাল কার্ড দেখেন পাচো। আর যোগ করা সময়ের ২ মিনিটে প্রতিপক্ষকে কনুই মেরে লুকাস হার্নান্দেজও মাঠ ছাড়েন লাল কার্ড দেখে।
আরও পড়ুন:
» কলম্বোতে দাপুটে জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
» এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত সমাপ্তি, অপরাজিত থাকলো বাংলাদেশ
এই সুযোগ কাজে লাগাতে পারেনি বায়ার্ন মিউনিখ। উল্টো যোগ করা সময়ে ওসমানে দেম্বেলের গোলে আরো পিছিয়ে পড়ে দলটি। এতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। আর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত হলো বায়ার্নের। বিদায়ের পাশাপাশি বায়ার্ন এই ম্যাচে আরেকটি দুঃসংবাদও পেয়েছে।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক ধরণের চোট পান জার্মান ক্লাবটির অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
