
ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে কামব্যাক হয়েও হয়নি বাংলাদেশের। শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে শেষ বাঁশি বাজার আগে গোল হজম করে হেরেছে বাংলাদেশ৷ এমন হারের পর ভেঙে পড়েছে দেশের ফুটবল সমর্থকেরা। তবে মনোবল হারাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে ভুল শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রত্যয়ী লেস্টার সিটির এই মিডফিল্ডার।
গতকাল (বৃহস্পতিবার) হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে বেশকিছু ভুল করেছে স্বাগতিকরা। যার মাশুল দিতে হয়েছে গোল হজম করে। মূলত ডিফেন্সে গা ছাড়া ভাবই ডুবিয়েছ বাংলাদেশকে। তবে এ ধরনের ভুলগুলো শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান হামজারা।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন হামজা। একইসঙ্গে সমর্থকদের পাশে ভালোবাসা ও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন এই তারকা।
হামজা লিখেছেন, ‘ফুটবলের উত্থান–পতন, এই দলের জন্য গর্বিত। কিন্তু আমাদের পরের ধাপটা নিতে হবে এবং মঙ্গলবারের ম্যাচে আমরা আরেকটা সুযোগ পাচ্ছি। এই ম্যাচে আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

হামজার ফেসবুক পোস্ট। ছবি- ফেসবুক/হামজা
গতকালের ম্যাচে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে দিয়েছিলেন হামজা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজমে করে বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে আরো ২ গোল হজম করে ৩-১ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৮৩তম মিনিটে শেখ মোরসালিনের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে শমিত সোমের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। তবে পরের মিনিটেই গোল হজম করে হৃদয়ভঙ্গ হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি খেলতে আজ দুপুরে হংকংয়ের উদ্দেশ্য উড়াল দিয়েছেন হামজা-জামালরা।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/বিটি
