
সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে এই কীর্তি গড়েছেন ব্রেভিস। ২২ বছর ১০৫ দিন বয়সে এই অসাধারণ কীর্তিতে নাম লিখিয়েছেন এই মারকুটে ব্যাটার।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) ডারউইনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৪১ বল খেলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান ব্রেভিস। তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ২১৮ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।
এদিন দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। এরপর ক্রিজে আসেন ব্রেভিস। মাঠে নেমেই মারকুটে ব্যাটিং শুরু করেন তিনি। মাত্র ১৬ বল খেলেই পৌঁছে যান ফিফটি রানের মাইলফলকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এটাই তার প্রথম ফিফটি।
তবে ফিফটি করেই থামেননি ব্রেভিস। পরবর্তী ২৫ বলে এই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বল খেলে ১২৫ রানে অপরাজিত ছিলেন এই তরুণ। ১২টি চার ও ৮টি ছক্কার মারে রেকর্ডগড়া এই ইনিংসটি সাজান ব্রেভিস।
দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডটি এতদিন রিচার্ড লেভির দখলে ছিল। ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। তার তার বয়স ছিল ২৪ বছর ৩৬ দিন। এই তালিকায় তিন নম্বরে আছেন ডেভিড মিলার। প্রোটিয়াদের জার্সিতে ২৮ বছর ১৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এই ইনিংসের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় ফাফ ডু প্লেসিকে টপকে গেছেন ব্রেভিস। দুই নম্বরে নেমে যাওয়া এই সাবেক ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্রেভিস। এই তালিকায় সবার ওপরে আছেন ডেভিড মিলার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই মারকুটে ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/বিটি
