কলকাতা টেস্টের জয়ের মাধ্যমে ১৫ বছর পর ভারতের মাটিতে কোনো টেস্ট ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের আক্ষেপটা আরো বেশি সময়ের। সবশেষ ১৯৯৯ সালে ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। এবার ২৬ বছরের আক্ষেপ ঘুচানোর সুযোগ বাভুমার দলের। গুয়াহাটি টেস্টের শেষদিনে ৮ উইকেট শিকার করতে পারলেই ২৬ বছরের অধরা টেস্ট সিরিজ জিতবে তারা।
একদিকে দক্ষিণ আফ্রিকার যখন শেষ দিনে জয়ের স্বপ্ন দেখছে, অন্যদিকে ভারতের সামনে ম্যাচ ড্রয়ের সুযোগ। জিততে হলে শেষ দিনে ইতিহাস গড়তে হবে ঋষভ পান্তের দলকে। এখনও প্রোটিয়াদের চেয়ে ৫২২ রানে পিছিয়ে ভারত। পাহাড় সমান রান তাড়া করার জন্য তাদের হাতে সময় একদিন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে একবার পঞ্চম দিনে ৪০০ রান করার নজির রয়েছে কেবল একবার। ১৯৪৮ সালে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৪০৩ রান করেছিল অস্ট্রেলিয়া। আর সেটিই ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ৪০০’র বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড।
গুয়াহাটিতে চলমান টেস্টে প্রোটিয়াদের দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান।
দলীয় ২৫ রান নিয়ে আজকের দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল তারা। মারকরাম ও রিকেলটনের ৫৯ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত ৩৫ রানে রিকেলটনের বিদায়ের পর দলীয় ৭৪ ও ব্যক্তিগত ২৯ রানে জাদেজার বলেই বোল্ড হয়ে ফেরেন মারকরাম।
মারকরামের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি অধিনায়ক বাভুমা। মাত্র ৩ রান করেই সুন্দরের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।
বাভুমার বিদায়ের পর ১০১ রানের জুটি গড়েন স্টুবস ও জরজি। স্টুবস ফিফটি তুলে নিলেও ব্যক্তিগত ৪৯ রানে জাদেজার তৃতীয় শিকার হয়ে ফেরেন জরজি।
জরজির বিদায়ের পর মুলডারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন স্টুবস। দলীয় ২৬০ ও ব্যক্তিগত ৯৪ রানে জাদেজার বলে বোল্ড হন স্টুবস। এরপরই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক। ফলে, ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ৫৪৯ রান। ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেন জাদেজা, অন্যটি সুন্দরের ঝুলিতে।
পাহাড়সম লক্ষ্য নিয়ে শেষবেলায় ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ১৭ রানেই জনসনের শিকার হন জশওয়াল, ভালো করতে পারেননি লোকেশ রাহুলও। দলীয় ২১ ও ব্যক্তিগত ৬ রান করে হার্মারের বলে বোল্ড হয়ে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। দিনশেষে ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ২৭ রান। সুদর্শন ২ ও কুলদীপ ৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
শেষদিনে ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৮ উইকেট। আর জয়ের জন্য ভারতকে গড়তে হবে রেকর্ড, শেষদিনে ভারতের প্রয়োজন ৫২২ রান।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এআই