
আইপিএলের লম্বা আসরের সমাপ্তি আজ ঘটতে যাচ্ছে জমজমাট এক ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। যেখানে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের প্রেস্টিজিয়াস এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি। রাতে তাই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ভারতীয় এই টুর্নামেন্টে এর আগে কেটে গেছে ১৭ টি আসর। আইপিএলের একদম শুরু থেকে খেলে থাকলেও পাঞ্জাব কিংবা বেঙ্গালুরু কেউই এর আগে টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাই উভয় দলের জন্য এবার সুযোগ ১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে আইপিএল জয় করে নেয়ার।
এবার ফাইনাল লড়াইয়ে মাঠে নামার আগে এক আবেগঘন বার্তা দিয়েছেন পাঞ্জাবের অন্যতম মালিক ও বলিউড তারকা অভিনেত্রী প্রীতি জিনতা। নিজের এক্স একাউন্টে দলের বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আনন্দময় দিন। পাঞ্জাব কিংস আইপিএলের ফাইনালে পৌঁছেছে অসাধারণ দলীয় প্রচেষ্টার মাধ্যমে।’
আরও পড়ুন:
» ঈদের আগে যে কারণে দেশ ছাড়ছেন বিসিবির নতুন সভাপতি
» ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে আজ হারাতে চায় বাংলাদেশ
প্রীতি আরও লিখেন, ‘দলীয় এই প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন আমাদের ডায়নামিক নেতা শ্রেয়াস আইয়ার, আমাদের প্যাশোনেট কোচ রিকি পন্টিং এবং পুরো কোচিং স্টাফ ও পাঞ্জাব কিংস পরিবারের সকল সদস্য। আজকের এই অর্জন অপূর্ণ রয়ে যাবে যদি লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কো ইয়ানসেনের নাম উল্লেখ না করি। এখন আরেকটি ম্যাচ জেতা বাকি, জয় আমাদেরই হবে।’
আজ মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ। যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবারের মতো আইপিএলের ফাইনালে খেলার সুযোগ পাচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ মৌসুমে আইপিএলের ফাইনালে উঠলেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। অপরদিকে এর আগে কেবল একবার ২০১৪ আইপিএল এর ফাইনালে উঠেছিল পাঞ্জাব।
ক্রিফোস্পোর্টস/৩জুন২৫/এফএএস
