Connect with us
ক্রিকেট

প্রকাশিত হলো ২০২৬ আইপিএল নিলামের সম্ভাব্য তারিখ

আইপিএল। ছবি- সংগৃহীত

২০২৬ সালের আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ দলকে জানাতে হবে পূর্বের কোন খেলোয়াড়দের তারা রেখে দিচ্ছে।

আইপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ সবসময়ই বেশি থাকে, আর নিলামকে ঘিরে সেই আগ্রহ আরও বেড়ে যায়। এবারও সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে নিলামের সম্ভাব্য তারিখ ঘোষণা। ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ আইপিএলের নিলাম ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে। সম্ভাব্য দিন হিসেবে উল্লেখ করা হয়েছে ১৩ থেকে ১৫ ডিসেম্বর। ২০২৩ সালের নিলাম হয়েছিল দুবাইয়ে, আর ২০২৪ সালের নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। তবে এবারের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই।

এবারের নিলামে সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে চেন্নাই সুপার কিংস। কারণ গত আসরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আইপিএল শেষ করেছিল। দলটি নিলামের আগে ছেড়ে দিতে পারে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন ও ডেভন কনওয়েকে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ইতোমধ্যে আইপিএল থেকে অবসর নিয়েছেন।



অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স বেঙ্কটেশ আয়ারকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিও দেখার বিষয়। গত বছর বড় নিলামে কেকেআর বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় দলে নিয়েছিল। তবে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। এছাড়া মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি. নটরাজন এবং ওয়ানিন্দু হাসরাঙ্গাকেও তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আশানুরূপ ফল না পাওয়ায় ছেড়ে দিতে পারে বলে জানা গেছে। আগামী বছরের আইপিএল অনুষ্ঠিত হতে পারে ১৫ মার্চ থেকে ৩১ মে’র মধ্যে।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট