Connect with us
ফুটবল

চেলসি ছেড়ে রোনালদোর দলে যোগ দিলেন পর্তুগিজ তারকা

Ronaldo_Joao Felix
জাতীয় দলের পর এবার ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলবেন রোনালদো-ফেলিক্স। ছবি- সংগৃহীত

ইউরোপ মাতিয়ে ২০২৩ সালে সৌদি প্রো-লিগের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেষ্টার ইউনাইটেডের তারকা আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই বাড়তে থাকতে সৌদি প্রো লিগের জনপ্রিয়তা। তারপর নেইমার-বেনজেমা-সাদিও মানে-এনগোলো কান্তের মতো বড় বড় তারকা যোগ দিয়েছিলেন ভিন্ন ভিন্ন ক্লাবে। বর্তমানে সৌদি প্রো-লিগে তারকা খেলোয়াড়দের আগমন যেন এখন এক নিয়মিত চিত্র।

এবার ইংলিশ জায়ান্ট চেলসি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিলেন পর্তুগালের প্রতিভাবান ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। মাত্র ২৫ বছর বয়সেই ইউরোপের ফুটবল ছেড়ে রোনালদোদের ক্লাবে পাড়ি জমালেন এই সাবেক বার্সেলোনা তারকা।

মঙ্গলবার (২৯ জুলাই) আল নাসরের সঙ্গে চুক্তি সই করেছেন ফেলিক্স। এই পর্তুগিজ তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর। তাকে দলে পেতে প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ক্লাবটিকে। আগামী ২ বছর আল নাসরের জার্সিতে মাঠ মাতাবেন এই ফরোয়ার্ড।

Joao Felix joins Al Nassar

আল নাসরের সঙ্গে চুক্তি সেরেছেন জোয়াও ফেলিক্স। ছবি- আল নাসর 

আল নাসরে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত ফেলিক্স। আল নাসরের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন এই তারকা, ‘আমি এখানে আনন্দ ছড়াতে এসেছি। চলুন একসঙ্গে জয় উপভোগ করি।’

আরও পড়ুন:

» নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

» ২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি 

ফেলিক্সের পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বেনফিকার হয়ে। ২০১৮/১৯ মৌসুমে বেনফিকার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বের নজরে এসেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে মাত্র ১২৬ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে সেখানে প্রায় চার মৌসুম খেলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তিনি।

২০২২/২৩ মৌসুমে চেলসিতে এবং ২০২৩/২৪ মৌসুমে বার্সেলোনায় ফেলিক্সকে লোনে পাঠায় অ্যাতলেতিকো মাদ্রিদ। পরে ২০২৪ সালে স্থায়ী চুক্তিতে চেলসিতে যোগ দেন তিনি। তবে ইংলিশ এই ক্লাবটির হয়েও আলো ছড়াতে ব্যর্থ হন তিনি। তারপর সবশেষ মৌসুমে মাঝামাঝিতে তাকে লোনে ইতালিয়ান ক্লাব এসি মিলানে পাঠানো হয়। অবশেষে ইউরোপই ছাড়লেই এই তরুণ ফরোয়ার্ড।

এর আগে পর্তুগালের জার্সিতে একসঙ্গে দেখা গেছে রোনালদো ও ফেলিক্সকে। এবার ক্লাব ফুটবলে আল নাসরের জার্সিতে একসঙ্গে মাঠ মাতাবেন এই দুই ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল