পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের উদীয়মান ফুটবলার লরিন্দো মেনডোঞ্জাকে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন দেশটির সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
কিশোর ফুটবলে দ্রুত উত্থান হওয়া মেনডোঞ্জাকে নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি তথ্যচিত্র প্রচার করে পর্তুগিজ টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১। সেই তথ্যচিত্রের একটি ক্লিপ ইনস্টাগ্রামে প্রকাশ করে চ্যানেলটি।
এতে দেখা যায়, রোনালদোর পাঠানো একটি বার্তা পেয়ে আবেগাপ্লুত মেনডোঞ্জা।
পরে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজে ওই পোস্টের কমেন্ট বক্সে কিশোর তারকাকে উদ্দেশ করে লেখেন, ‘এই মাইলফলকে পৌঁছানোর জন্য অভিনন্দন। আমি তোমার পাশে আছি।’
এদিকে পর্তুগালের বয়সভিত্তিক দলগুলোর দিকে নজর রাখছেন রোনালদো। এর বড় কারণ, তার ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রও ধাপে ধাপে বিভিন্ন যুব দলে জায়গা করে নিচ্ছে। গত অক্টোবর ও নভেম্বরে ফেডারেশন কাপ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয় রোনালদো জুনিয়রের।
View this post on Instagram
দো। তিনি জানিয়েছেন, কখনোই ছেলেকে নিজের মতো একই পেশা বেছে নিতে চাপ দেবেন না।
নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’–তে তখন রোনালদো বলেছিলেন, ‘আমি কখনোই তাকে জোর করব না। সে যা ভালোবাসে সেটাই করবে। যে কোনো অবস্থায় আমি তার পাশে থাকব।’
গত নভেম্বরে ওয়েলসের বিপক্ষে ৩–০ গোলের জয়ে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নিজের প্রথম গোল করেছেন রোনালদো জুনিয়রের।
ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন
চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, একদিন পর্তুগাল জাতীয় দলের ড্রেসিংরুমে ছেলের সঙ্গে জায়গা ভাগাভাগি করার স্বপ্ন দেখেন তিনি। টেলিফুটকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি আমার ছেলের সঙ্গে খেলতে চাই। তবে সেটা তার চেয়ে বেশি আমার ওপর নির্ভর করে।’
তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে এবং দল প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত থাকবেন তিনি।
ইতোমধ্যে রোনালদো নিশ্চিত করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এনজি
