Connect with us
ফুটবল

অস্ট্রিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল পর্তুগাল

Portugal_Under-17 World Cup Champion
অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল। ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় ফুটবল দল বিশ্বকাপের ট্রফি না জিতলেও এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা উঠল তাদের হাতে। ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই বয়সভিত্তিক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনাল ম্যাচে জয় নিশ্চিতের একমাত্র গোলটি আসে আনিসিও কাবরালের পা থেকে।

কাতারের আল রায়ানে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দলেরই ছিল প্রথম ফাইনাল। শুরু থেকেই বল দখল এবং গতি দুই দিকেই এগিয়ে ছিল পর্তুগাল। ৩২ মিনিটে ডুয়ার্তে কুনহার তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বেনফিকার তরুণ ফরোয়ার্ড কাবরাল। টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল।

অস্ট্রিয়া দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ালেও পর্তুগালের ডিফেন্স বিভাগের জন্য গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়ার কয়েকটি ভালো সুযোগ এলেও গোলরক্ষক বার্নার্দো লিমা ছিলেন অপ্রতিরোধ্য। শেষ পর্যন্ত কাবরালের গোলই শিরোপা নিশ্চিত করে পর্তুগালের।



পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দেই ছিল দলটি। নক-আউট পর্বে বেলজিয়াম, মেক্সিকো, সুইজারল্যান্ড আর সেমিফাইনালে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন জোসে নেতো, রোমারিও কুনহা, বার্নার্দো লিমাদের মতো উঠতি খেলোয়াড়রা।

অন্যদিকে, অস্ট্রিয়াও দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ড, জাপান এবং নক-আউটে ইতালিকে হারিয়ে ফাইনালে এসেছিল তারা। তবে শেষ পর্যন্ত পর্তুগালের কাছে এসে থামতে হলো তাদের।

এই সাফল্যের পরপরই পর্তুগালের সিনিয়র দল নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জুনিয়রদের এই ধারাবাহিকতা ২০২৬ বিশ্বকাপে রোনালদো, ব্রুনো ফার্নান্দেসদের কি বাড়তি আত্মবিশ্বাস দেবে কিনা! তারাও কি বিশ্বকাপ ট্রফির খরা কাটিয়ে উঠতে পারবে কি না এটাই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।

অন্যদিকে অস্ট্রিয়ার ভিন্ন চিত্র। আলাবা, লাইমার, আর্নাউতোভিচদের মতো তারকা থাকা সত্ত্বেও সিনিয়র দল বড় মঞ্চে তেমন কিছু দেখাতে পারেনি। তবে এই অনূর্ধ্ব-১৭ দলের পারফরম্যান্স দেশের ফুটবলকে আরও একধাপ সামনে এগিয়ে নেবে বলেই ফুটবল প্রেমীদের বিশ্বাস।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল