
বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে এসে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল পর্তুগাল। ম্যাচের গোটা ৯০ মিনিটে ৩০-এর বেশি শট নিয়েও গোলের দেখা পায়নি পর্তুগিজরা। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর নেয়া পেনাল্টি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ের গোলে স্বস্তি ফেরে পর্তুগাল শিবিরে।
গতকাল শনিবার রাতে লিসবনের মাঠে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় পর্তুগাল। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন রুবেন নেভেস। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। আর এতেই সমর্থকদের তিনি এনে দিয়েছেন উচ্ছ্বাসের দারুন এক মুহূর্ত।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘এফ’ গ্রুপে খেলছে পর্তুগাল। যেখানে তাদের সাথে আছে হাঙ্গেরি, আরমেনিয়া ও আয়ারল্যান্ড। নিজেদের খেলা প্রথম রাউন্ডে তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে পর্তুগাল। এতে বিশ্বকাপের টিকিট কাটার দৌড়ে এগিয়ে গেছে তারা। পরবর্তী ম্যাচে হাঙ্গেরিকে হারালেই বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হবে রোনালদোদের।
বাছাইপর্বের এই গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ পাবে। আর রানার্সআপ দলকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের কঠিন চ্যালেঞ্জ।
গ্রুপ পর্বের খেলায় এখন পর্যন্ত তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে হাঙ্গেরি। তৃতীয় অবস্থানে থাকা আর্মেনিয়ার পয়েন্ট ৩ এবং ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে আয়ারল্যান্ড।
আগামী বুধবার হাঙ্গেরি বিপক্ষে ঘরের মাঠে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে পর্তুগাল। যেখানে জয় পেলেই বিশ্বকাপের টিকেট আরও কাছে চলে আসবে দলটির। কেননা তখন পর্তুগিজদের পয়েন্ট হবে চার ম্যাচে ১২। আর হাঙ্গেরির তখনও থাকবে ৪ পয়েন্ট। তাই বাকি দুই ম্যাচে জিতলেও ছুঁতে পারবে না পর্তুগালকে।
পাশাপাশি অপরম্যাচে আরমেনিয়া যদি আয়ারল্যান্ডের সঙ্গে জয় তুলে নিতে না পারে, তবে তারাও ছিটকে যাবে বিশ্বকাপের রেস থেকে। তখন আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের বিশ্বকাপ কোয়ালিফাই। তবে যদি তারা আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবুও পরবর্তী দুই ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট নিলেই বিশ্বকাপ টিকিট হাতে পাবে পর্তুগাল।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এফএএস
