চলমান ফিফা ফুটসাল নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে পর্তুগাল। সেমিফাইনালে আর্জেন্টিনার নারীদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। শুক্রবার (৫ ডিসেম্বর) আসরের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা নারী দলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পর্তুগাল নারী দল।
প্রথম সেমিফাইনালে ফাইনালে পর্তুগালের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনার নারীরা। বিশেষ করে প্রথমার্ধে দাপুটে খেলা উপহার দেয় পর্তুগাল। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় দলটি। এরপর দ্বিতীয়ার্ধে এক গোল দেওয়ার পাশাপাশি একটি গোল হজম করে পর্তুগাল। তাতে ৭-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইউরোপের এই দলটির।
ফিলপাইনের মানিলা ফিলস্পোর্টস অ্যারেনায় এদিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের ৫৭ সেকেন্ডে প্রথম গোলটি করেন লিডিয়া মোরেইরা। এরপর ৬ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় গোলটি করেন ফিফো। ম্যাচের ৮ মিনিট ৮ সেকেন্ডে আবারও গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দে লিডিয়া।
এক মিনিট পরেই গোলের হালি পূর্ণ করে পর্তুগাল। ৯ মিনিট ৬ সেকেন্ডে চতুর্থ গোলটি করেন জেনিস সিলভা। ৯ মিনিট ৫২ সেকেন্ডে গোলের জোড়া পূর্ণ করেন ফিফো। তাতে ৫-০ গোলে লিড নেয় তারা। ম্যাচের ১৪ মিনিট ২৬ সেকেন্ডে স্কোরশিটে নাম লেখান অ্যানা অ্যাজেভেদো। পরের পাঁচ মিনিটে আর কোনো গোল আসেনি। তাতে ৬-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।
বিরতি থেকে ফিরেই ফের গোল করে পর্তুগাল। ২০ মিনিট ৩৫ সেকেন্ডে গোলটি করেন ইনেস মাতোস। এটাই ছিল পর্তুগালের শেষ গোল। ম্যাচের শেষদিকে গিয়ে একটি স্বান্তনা গোল পায় আর্জেন্টিনা। ৩৮ মিনিট ১৩ সেকেন্ডে গোলটি করেন মেইলেন রোমেরো। নির্ধারিত ৪০ মিনিটে রেফারির শেষ বাঁশিতে ফাইনাল নিশ্চিত হয় পর্তুগালের।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে যারা জয় পাবে তারা ফাইনালে উঠবে। আগামী রোববার (৭ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/বিটি