
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) প্রকাশ করেছে পুরুষদের নতুন র্যাঙ্কিং। হালনাগাদকৃত এই তালিকার শীর্ষস্থানে এসেছে বড় ধরণের পরিবর্তন। যেখানে দীর্ঘ কয়েক বছর একটানা শীর্ষস্থানে থাকার পর এবার নিজেদের সেই সেরার মুকুট হারালো আর্জেন্টিনা। তাদের জায়গা দখল করেছে স্পেন।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মধ্যে একটিতে ভেনেজুয়েলার বিপক্ষে জয় তুলে নিলেও অপর ম্যাচে ইকুয়েডরের কাছে পরাজিত হয়েছে লিওনেল মেসির দল। আর এতেই নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ধাপ পিছিয়ে তারা নেমে আসে তৃতীয় অবস্থানে।
এদিকে আলবিলেস্তেদের মতো নতুন ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলেরও। বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার সঙ্গে পরাজয়ের মাশুল গুনতে হয়েছে তাদের হালনাগাদকৃত এই তালিকায়। জুলাই মাসে প্রকাশিত নিজেদের পঞ্চম অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে এসেছে তারা।
পাশাপাশি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম অবস্থানে। বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরি এবং আর্মেনিয়াকে বড় ব্যবধানে পরাজিত করার সুবাদে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে গেছে পর্তুগাল। এতে করে দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর ফিফার সেরা ৫ দলের মধ্যে উঠে এসেছে পর্তুগিজরা।
এদিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে দীর্ঘ প্রায় ১১ বছরেরও বেশি সময় পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে স্পেন। এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে ফ্রান্স। নিজেদের চতুর্থ অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। সপ্তম এবং অষ্টম স্থানে অপরিবর্তিত অবস্থায় রয়েছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। আর এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নবম এবং দশম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া এবং ইতালি।
উল্লেখ্য, নতুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি বাংলাদেশের অবস্থানে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তপু বর্মনদের। যদিও দেশটির অস্থিতিশীল পরিস্থিতির কারণে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটিও অবশ্য হয়েছিল গোলশূন্য ড্র।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এফএএস
