Connect with us
ক্রিকেট

বিপিএলের ধারাভাষ্যে থাকছেন বিশ্বের যেসকল জনপ্রিয় কণ্ঠ

Cricket Commentators
ক্রিকেট ধারাভাষ্যকার। ছবি- সংগৃহীত

এরই মধ্যে শেষ হয়েছে আসন্ন বিপিএলের নিলাম। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজি অনেকটাই গুছিয়ে নিয়েছে নিজেদের দল। দর্শকদের মাঝে দেখা যাচ্ছে আসন্ন বিপিএল নিয়ে আগ্রহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চেষ্টার কথা জানিয়েছে সেরা একটি বিপিএল আয়োজনের। এবার সেই লক্ষ্যে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা।

বিপিএলের গেল আসলে নানা প্রত্যাশার কথা শোনা গেলেও সমালোচনায় জর্জরিত ছিল সেই টুর্নামেন্ট। মাঠের খেলা ও ফ্র্যাঞ্চাইজিগুলোর অপেশাদারী আচরণের পাশাপাশি চোখে লাগছিল বিসিবির নানা অব্যবস্থাপনা। বিশেষ করে ব্রডকাস্ট ও ধারাভাষ্যের মান নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকার আনার চেষ্টায় বিসিবি।

বিসিবি সূত্রে জানা যায় আসন্ন বিপিএলের রোমাঞ্চ বাড়াতে টিভি পর্দার পেছনে শোনা যাবে বেশ কিছু জনপ্রিয় ধারাভাষ্যকারের কন্ঠ। সেই তালিকায় বিদেশি আছেন–ড্যানি মরিসন, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও পারভেজ মাহারুফের মতো খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকার। নিয়মিত তারা আইসিসির বিভিন্ন বড় ইভেন্ট কিংবা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কণ্ঠ দিয়ে থাকেন।



সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের টুর্নামেন্ট সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মূলত, পর্যটন এলাকা হওয়ায় ডিসেম্বরে হোটেল সংক্রান্ত জটিলতার ভাবনায় এবারও ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে বিপিএল।

গত ৩০ নভেম্বর নিলামে দল গুছিয়ে নিয়েছে টুর্নামেন্টের দলগুলো। তবে এখনও নিজেদের শক্তিমত্তা বাড়াতে দলগুলো দেশি-বিদেশি ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি করতে পারবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের আসন্ন আসর। পরবর্তী বছরে ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামার কথা রয়েছে এই টুর্নামেন্টের।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট