
মিরপুরের উইকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। প্রতিপক্ষের জন্য ফাঁদ পাততে গিয়ে নিজেদেরই ফাঁদে ফেলেছে বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন তিনি। গতকাল বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাজে উইকেটে ক্রিকেট খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুবেল।
বর্তমান ওয়ানডে ক্রিকেটে ৩০০ কিংবা ৩৫০ রান করা এখন স্বাভাবিক ব্যাপার। কিন্তু মিরপুরে ৩০০ তো দূরের কথা, কোনোভাবে ২৫০ রান তুললেই যেন জয়ের নিশ্চয়তা পাওয়া যায়। সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রান করেও ৭৪ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দুই দলই ২১৩ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে সুপার ওভারে ব্যাটিং ব্যর্থতায় জয় ছুঁতে পারেনি বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচ শেষে রুবেল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, আমার ১২–১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট কখনো দেখিনি। আপনি এমন উইকেট বানিয়ে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করছেন—এটা আসলে অনেক বড় বোকামি। বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন না, প্লিজ। এই দেশের কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে। তাদের সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ রানের চাকা ঘোরাতে হিমশিম খায়। ৪৮ ওভার পর্যন্ত ৩.৭৯ রান রেটে ৭ উইকেটে তোলে মাত্র ১৭৯ রান। শেষ দিকে রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ২১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও সংগ্রামে পড়ে, শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে।
মিরপুরের এমন উইকেটের সমালোচনায় রুবেল আরও লিখেছেন,মনে হচ্ছে মিরপুর উইকেটে যুদ্ধ চলছে। এটা আগেও ছিল, এখনো আছে—কিছুই বদলায়নি। আন্তর্জাতিক ক্রিকেট মানেই চ্যালেঞ্জ গ্রহণ করা। কিন্তু এত বাজে উইকেটে ক্রিকেট খেলা সত্যিই ভীষণ কষ্টকর।
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী লড়াই। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/এনজি
