
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডের ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে লাতিন অঞ্চলের দেশগুলো। শেষ রাউন্ডের ম্যাচে ভোরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের মাঠে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি নিজেই কোচকে জানিয়ে দেন, বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না তিনি।
মূলত সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতেও বেশ সংগ্রাম করেছিলেন তিনি। তাই শেষ ম্যাচের আগে বিশ্রাম চেয়ে নিয়েছেন এই ফরোয়ার্ড। তাছাড়া ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুম শুরুর আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান মেসি। এ কারণেই বাড়তি চাপ নেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার হয়ে এর আগেও ইনজুরির কিংবা বিশ্রামজনিত কারণে অনেক ম্যাচ মিস করেছেন মেসি। কিন্তু তার আইকনিক ১০ নম্বর জার্সি কখনোই দেওয়া হয়নি অন্য ফুটবলারদের। তবে আগামীকালের ইকুয়েডর ম্যাচে মেসির ১০ নম্বর জার্সিতে দেখা যেতে পারে অন্য এক ফুটবলারকে।
ইকুয়েডর ম্যাচে মেসির ১০ নম্বর জার্সি পরতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ক্রিস্টিয়ান কামিনোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার প্রভাবশালী ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।
মূলত আর্জেন্টিনার যুব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরে খেলতেন আলমাদা। তাই এবার মেসির অনুপস্থিতিতে জাতীয় দলে তার আইকনিক নাম্বার টেন জার্সি গায়ে চড়াতে পারেন এই ২৪ বছর বয়সী তরুণ।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল আলবিসেলেস্তেরা। বাছাই পর্বের পয়েন্ট টেবিলে এখন শীর্ষ অবস্থান করছে তারা। শেষ ম্যাচে ফলাফল যেমনই হোক না কেন, শীর্ষস্থানে থেকেই বাছাইপর্ব শেষ হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/বিটি
