ক্রিকেট মাঠে এক ব্যতিক্রমী ঘটনা দেখা গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শীতের প্রকোপে ব্যাহত হলো দিনের আলো। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা না মেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যতিক্রমী পরিস্থিতিতে শুরু হলো বিপিএলের ম্যাচ। সোমবার রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের লড়াই শুরু হয় দিনের বেলায়, কিন্তু ফ্লাডলাইট জ্বালিয়ে।
গত কয়েক দিন ধরে দেশজুড়ে চলছে শৈত্যপ্রবাহের দাপট। সিলেটেও তার ব্যতিক্রম হয়নি। যদিও আগের দিনগুলোতে দুপুরের দিকে কিছুটা রোদের দেখা মিলেছিল, আজ তা হয়নি একেবারেই। মেঘাচ্ছন্ন আকাশ আর কনকনে ঠান্ডার মধ্যে মাঠে নামতে হয় দুই দলকে। পর্যাপ্ত প্রাকৃতিক আলো না থাকায় ম্যাচ শুরুর আগেই ফ্লাডলাইট জ্বালানোর সিদ্ধান্ত নেন ম্যাচ কর্মকর্তারা।
এদিকে শীতের প্রভাব পড়েছে গ্যালারিতেও। খেলা শুরুর সময় পর্যন্ত স্টেডিয়ামে দর্শকসংখ্যা ছিল হাতে গোনা। হাজার জনেরও কম দর্শকের উপস্থিতিতে কিছুটা নিস্তব্ধ পরিবেশেই মাঠে গড়ায় ম্যাচটি। প্রত্যাশা অনুযায়ী এদিন মাঠে দর্শক আসেনি।
এদিন টস জিতে রংপুর রাইডার্স শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এটি ছিল তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস নামে মাঠে নামে ব্যাটিংয়ের জন্য।
এক নজরে দুই দলের আজকের একাদশ একাদশ
চট্টগ্রাম রয়্যালস: মির্জা তাহির বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।
রংপুর রাইডার্স: ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
দিনদুপুরে ফ্লাডলাইটের আলোয় শুরু হওয়া এই ম্যাচ বিপিএলের চলতি সিলেট পর্বে যোগ করল আরেকটি ভিন্ন মাত্রা। শীত আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই এগোতে হচ্ছে দলগুলোকে যা এই পর্বে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/টিএ
