
এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ বনাম হংকং ম্যাচ নিয়ে উন্মাদনায় ভাসছে গোটা দেশ। আজ রাতে মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যেটা সরাসরি দেখার জন্য আগ্রহের কমতি নেই দর্শকদের মাঝে। আর তাই দেড় ঘন্টার ভিতরেই শেষ হয়ে গিয়েছিল হংকং ম্যাচের সকল টিকেট। বিপুল আগ্রহ থাকলেও সবাই মাঠে গিয়ে উপভোগ করতে পারবেন না বাংলাদেশের এই ম্যাচ।
আর তাই দেশের প্রায় সকল বিভাগীয় অঞ্চলে বড় পর্দায় এই ম্যাচ উপভোগের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে কেবল ঢাকাতেই সমাবদ্ধ থাকছে না এই খেলার উত্তেজনা। বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকায় ঢাকার বাইরেও একসঙ্গে জমায়েত করে খেলা উপভোগ করতে পারবেন সকলে।
বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বড় পর্দায় খেলা দেখানোর বিষয়ে জানায়, ‘এক মাঠ থেকে দশ পর্দা, গোটা দেশ গর্জে উঠুক একসাথে! ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, রংপুরসহ আরও অনেক জায়গার ফুটবলপ্রেমীরা একসঙ্গে হয়ে বাংলাদেশ-হংকং ম্যাচ উপভোগ করবো। সবাই মিলে বাংলাদেশকে উৎসাহ যোগাবো।’
যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-হংকং ম্যাচ:
১. উত্তরা সেন্টার পয়েন্ট, ঢাকা
২. সিআরবি, চট্টগ্রাম
৩. ওমরগনি ম্যাচ ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম
৪. ভেরিপাড়া মোড়, রাজশাহী
৫. বিএম কলেজ, বরিশাল
৬. সার্কিট হাউস ফিল্ড, ময়মনসিংহ
৭. আলিয়া মাদ্রাসা ফিল্ড, চৌহাট্টা, সিলেট
৮. শিববাড়ী মোড় ওপেন ফিল্ড, খুলনা
৯. কেরামতিয়া উচ্চবিদ্যালয়, রংপুর
উল্লেখ্য, এশিয়ান কাপে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এখন পর্যন্ত দুই রাউন্ড শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৪, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হংকং। আর বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ভারত আছে গ্রুপের তলানিতে।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এফএএস
