
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে এখনো অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা। কিছুটা দেরিতে দলের সঙ্গে যুক্ত হওয়ায় এখনো পেশোয়ারের জার্সি গায়ে চড়ানো হয়নি তার। তবে অভিষেক না হলেও ডাগআউটে বসে দলের জয় উপভোগ করে যাচ্ছেন এই টাইগার পেসার।
সোমবার (৫ মে) মুলতান সুলতানসের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয়ে পেয়েছে পেশোয়ার। আগে ব্যাট করে ১৯.১ ওভারে ১০৮ রান তুলে অলআউট হয়ে যায় মুলতান। জবাবে খেলতে নেমে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার।
চলতি পিএসএলে এটি পেশোয়ারের চতুর্থ জয়। তবে এই জয়ে পয়েন্ট টেবিলে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি দলটির। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে বাবর আজমের দল।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মিচেল ওয়েনকে হারায় পেশোয়ার। ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন এই অজি ব্যাটার। এরপর সাইম আইয়ুবের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার-প্লেতে দ্রুতগতিতে রান তুলতে থাকে পেশোয়ার।
আরও পড়ুন:
» ‘আমরা এখানে শিখতে আসিনি, জিততে এসেছি’
» প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় মিরাজ
তবে অপরপ্রান্তে ব্যাট হাতে কিছুটা স্ট্রাগল করেন বাবর আজম। পাওয়ারপ্লের পরের ওভারে দলীয় ৫৭ রানের মাথায় বোল্ড হয়ে ফেরেন পেশোয়ার অধিনায়ক। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৮ রান।
এরপর সাইম ১ রানের জন্য তার ফিফটি মিস করেন। ৩৩ বলে ৪৯ রান করে ফেরেন এই ওপেনার। ৪ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। সাইম ফেরার পর ম্যাক্স ব্রায়ান্টের ২০ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে পেশোয়ার।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুলতান। ওপেনার ইয়াসির খান ১০ এবং মোহাম্মদ রিজওয়ান ১৭ রান করে ফেরেন। এরপর তায়েব তাহির ২২ ও শাই হোপ ২৩ রান করে ফিরে গেলে বাকিরা কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।
পেশোয়ারের হয়ে আহমেদ ড্যানিয়েল ৩টি উইকেট শিকার করেন। এছাড়া লুক উড ও মাজ আহমেদ সাদাকাত ২টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর :
মুলতান সুলতানস: ১০৮/১০ (১৯.১ ওভার)
পেশোয়ার জালমি: ১১০/৩ (১৩ ওভার)
ফলাফল: পেশোয়ার জালমি ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/বিটি
