Connect with us
ক্রিকেট

জুলিয়ান উড আসার পর পারফরম্যান্স খারাপ হচ্ছে : আশরাফুল

Mohammad Ashraful talk about Julian Wood impact
জুলিয়ান উড ও মোহাম্মদ আশরাফুল। ছবি- সংগৃহীত

ক্রিকেটের কোন ফরমেটে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে ভালো করার প্রত্যাশা জাগিয়ে এবার সেটাও ভাঙলো টাইগাররা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে লিটন কুমার দাসের দল। এবার টাইগারদের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণ জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আশরাফুল।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সরাসরি টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব পড়ার পেছনে দায়ী করছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। তার মতে এই কোচকে আনার পর থেকে ক্রিকেটাররা ক্রিকেটীয় শটের বদলে নিজেদের পেশী শক্তি দেখিয়ে ‘অস্বাভাবিক’ শট খেলার চেষ্টায় বারবার আউট হচ্ছেন।

দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনার পর থেকে পারফরম্যান্স খারাপ হচ্ছে। জুলিয়ান আসার পর থেকে ক্রিকেটীয় শট না খেলে ‘অ্যাবনরমাল’ শট খেলছে সবাই। নিজের যা আছে, তা থেকে বেরিয়ে এসে শট খেলার চেষ্টা করছে। ক্রিকেটে প্রতিদিন সবাই রান করবে না। করবে হয়তো দুয়েকজন।’



ঘুরে দাঁড়াতে ভালো উইকেটে খেলার পাশাপাশি দল নির্বাচনেও সতর্ক হওয়ার কথা বলেছেন তিনি, ‘বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই ভালো উইকেটে খেলতে হবে। ভারতে উইকেট সব সময় ভালো থাকে। একাদশ নির্বাচনে বারবার ভুল হচ্ছে। উদাহরণ হিসাবে নুরুল হাসান সোহান আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেছিল। এরপর এক ম্যাচে খারাপ করায় তাকে বাদ দেওয়া হয়। এরকম করলে ভালো হয় না।’

ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে আশরাফুল বলেন, ‘আমরা চারটি সিরিজ জিতলেও কোনোটাতেই ভালো ব্যাটিং করিনি। আমাদের সব জয় ১৫০ রানের মধ্যে থেকে। স্পোর্টিং উইকেটে টি-২০তে আমরা ভালো খেলি না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো উইকেটে খেলতে হবে। আপনি ছয় না মেরে চার মারতে শেখেন। সিঙ্গেল নিতে শেখেন। এতেই দল এগোবে।’

উল্লেখ্য, তিন সপ্তাহের জন্য টাইগার ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে তালিম দিতে জুলিয়ান উডকে নিয়ে এসেছিল বিসিবি। এরপর আর তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যায়নি দল। সম্প্রতি উডকে নিজেদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা জাতীয় দল। তবে ধারণা করা হচ্ছিল বাংলাদেশে লম্বা সময় থেকে যাবেন তিনি। তবে বিসিবি দেখায়নি খুব একটা গুরুত্ব।

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট