
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে চমক দেখাচ্ছিল ব্রাজিলের দল গুলো। সেমিফাইনালে চলে আসে তার মধ্যে এক দল– ফ্লুমিনেন্স। গতকাল তারা মুখোমুখি হয় ইংলিশ ক্লাব চেলসির। যেখানে ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রোর চমকেই দিশেহারা হলো ফ্লুমিনেন্স। তাদের হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি।
গতকাল মঙ্গলবার রাতে টুর্নামেন্টের সেমিতে মাঠে নামে ক্লাব দুটো। যেখানে পেদ্রোর জোড়া গোলে ফ্লুমিনেন্সকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে চেলসি। এতে চলতি ক্লাব বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালের একটি স্পট নিশ্চিত করল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই দলটি। অপর স্থানের জন্য লড়াই করবে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ।
এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করে চেলসি। অবশ্য বারবার পাল্টা আক্রমণে তাদের ভয় দেখানোর প্রয়াস চালায় ফ্লুমিনেন্স। তবে প্রথমার্ধের ১৮তম মিনিটে এগিয়ে যায় ইংলিশ ক্লাব চেলসি। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি এক দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার পেদ্রো। যা ছিল দলটিতে যোগ দেয়ার পর চেলসির হয়ে তার প্রথম গোল।
আরও পড়ুন:
» মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগোকে দলে ভেড়াচ্ছে মায়ামি
» উইম্বলডনে শেষ আটে আলকারাস ও সাবালেঙ্কা
ম্যাচের ২৪ মিনিটে সমতা ফেরাতে পারত ফ্লুমিনেন্স। তবে একদম গোল লাইন থেকে বল ক্লিয়ার করে বাঁচিয়ে দেন চেলসির এক ডিফেন্ডার। প্রথমার্ধে আক্রমণ চালিয়েও আর গোল পায়নি কোনো দল। এরপর দ্বিতীয় ফের দেখা যায় পেদ্রো ম্যাজিক। ৫৬ মিনিটে আবার গোল করেন তিনি। এবারও বাঁ পাশ থেকে আড়াআড়ি শটে ডান পোস্টের ওপরের জাল গরম করেন পেদ্রো।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/এফএএস
