Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে সমর্থন দিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

Icc, pcb, and bcb
বাংলাদেশকে সমর্থন দিয়ে আইসিসিকে চিঠি দিল পিসিবি। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে চলমান জটিলতায় এবার প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একটি চিঠি পাঠিয়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থনের কথা জানিয়েছে পিসিবি।

ক্রিকেট–বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওই চিঠিতে পিসিবি উল্লেখ করেছে দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না খেলার সিদ্ধান্ত যৌক্তিক। আইসিসিকে পাঠানো এই চিঠির অনুলিপি সংস্থাটির বোর্ড সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি।

বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ ঘিরে আলোচনার মধ্যেই পিসিবির এই চিঠি আসে। ইএসপিএনক্রিকইনফোর দাবি অনুযায়ী, পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আইসিসি আজ বুধবার একটি বোর্ড সভা ডেকেছে। তবে এই সভা পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।



তবে পিসিবির অবস্থান আইসিসির সিদ্ধান্তে বড় কোনো প্রভাব ফেলবে এমন সম্ভাবনা খুব একটা দেখছেন না সংশ্লিষ্টরা। আইসিসি এখনো সূচি পরিবর্তন কিংবা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে অনড়। গত সপ্তাহে বিসিবির সঙ্গে বৈঠকেও একই বার্তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি আগেই জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে তারা বাংলাদেশ দলকে ভারতে পাঠাবে না। এ সিদ্ধান্তে এখনও অটল রয়েছে বোর্ড।

আইসিসি ও বিসিবির মধ্যে বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। সর্বশেষ বৈঠকটি হয় গত সপ্তাহে ঢাকায়। তবে কোনো পক্ষই অবস্থান বদলায়নি। আইসিসি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের পক্ষে, আর বিসিবির স্পষ্ট অবস্থান ভারতে দল পাঠানো হবে না। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই সংকটের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ২১ জানুয়ারি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি এবং বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পিসিবি, এমনকি ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি তারা।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।

এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট