Connect with us
ক্রিকেট

খরচ কমাতে বাংলাদেশ সিরিজে ডিআরএস রাখছে না পিসিবি!

Bangladesh-Pakistan Series
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

নানা জল্পনার পর অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও ওয়ানডের পরিবর্তে ৬টি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেয় দুই বোর্ড। তবে পাক-ভারত সামরিক উত্তেজনায় কিছুটা পিছিয়ে যায় সিরিজ শুরুর সময়। যার ফলে শেষ পর্যন্ত দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়ে দুই দেশের বোর্ড।

তবে সিরিজ শুরুর আগে দেখা দিয়েছেন নতুন ইস্যু। বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। খরচ কমাতে বাংলাদেশ সিরিজে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে সামগ্রিকভাবে আগ্রহ কম থাকায় রেভিনিউ কম হবে। যে কারণে খরচ সাশ্রয়ে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সূত্রটি বলেছে, ‘এই সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা বোর্ড বা সম্প্রচারকদের জন্য ব্যয়সাপেক্ষ ও ফলপ্রসূ নয়।’

আরও পড়ুন :

» আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে

» বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা 

ডিআরএস না থাকার বিষয়টি পিসিবির পক্ষ থেকে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে জানানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান।

আগামীকাল বুধবার (২৮ মে) মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৩০ মে ও ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আড়াই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/বি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট