Connect with us
ক্রিকেট

বিপিএল খেলতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পিসিবি

PCB grants permission to nine players to take part in the BPL.
বিপিএলে পুরো সময়ের জন্য ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের ৯ ক্রিকেটার। ছবি- সসংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত কয়েকটি আসরের মতো এবারো বিদেশিদের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যা বেশি। এবারের আসরের জন্য বিদেশিদের মধ্যে পাকিস্তান থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে সব ক্রিকেটারকে অনুমতি দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিপিএলের এবারের আসরে অংশ নিতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিয়েছে পিসিবি। বিপিএলের পুরোটা সময় অর্থাৎ ২৩ জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন ৯ ক্রিকেটার। পিসিবি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

নয় জনের তালিকায় জায়গা পেয়েছেন সাময়িক নিষিদ্ধ হওয়া হায়দার আলী। পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে খেলতে গিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যে কারণে সাময়িকভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরবর্তীতে নির্দোষ প্রমানিত হন তিনি। যার ফলে পুনরায় খেলার অনুমতি পেয়েছেন এই ক্রিকেটার।



আসন্ন বিপিএল দিয়ে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন হায়দার। এবারের আসরে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন তিনি। এছাড়া নোয়াখালীর আরেক পাকিস্তানি খেলোয়াড় ইহসানউল্লাহকেও পুরো আসরের জন্য ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এছাড়া ছাড়পত্র পাওয়া বাকি ৭ ক্রিকেটার হলেন— মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফে ও সালমান ইরশাদ। তাঁদের মধ্যে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নওয়াজ, ফারহান ও তালাত। এছাড়া রংপুর রাইডার্সের হয়ে ফাহিম ও নাফে, চট্টগ্রাম রয়্যালসের হয়ে আবরার এবং সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইরশাদ।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে। এরপর ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট