বিপিএলের অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে এবার একই পথে হাঁটতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের মালিকানা সাময়িকভাবে নিজেদের হাতে নিচ্ছে বোর্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক আলী তারিন দায়িত্ব ছাড়ার পর আপাতত পিসিবিই দলটি পরিচালনা করবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মাহসিন নকভি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পিএসএলের ১১তম আসর চলাকালীন মুলতান সুলতানস কোনো নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে না। লিগ শেষ হওয়ার পরই ফ্র্যাঞ্চাইজিটি প্রকাশ্য নিলামে তোলা হবে।
নাকভির কথা অনুযায়ী, এবারের পিএসএলে মুলতান সুলতানস পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। আগামী আট থেকে দশ দিনের মধ্যে একজন অন্তর্বর্তী প্রধানও নিয়োগ দেওয়া হবে।
পিসিবি চেয়ারম্যান বলেন, ‘নিয়ম অনুযায়ী নিলামের নির্দিষ্ট সময়ের আগে বিক্রির ঘোষণা দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে মুলতানের জন্য আলাদা ক্রেতা পাওয়া সম্ভব হয়নি। তাই পিএসএল শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি নিলামে তোলা হবে।’
একই সঙ্গে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার পরিকল্পনা থাকলেও সময়স্বল্পতার কারণে মুলতান সুলতানসকে সেগুলোর সঙ্গে বিক্রি করা যায়নি বলে জানান নাকভি। আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে নতুন দুটি দলের জন্য আলাদা নিলাম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত মাসে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে মুলতান সুলতানসের মালিকানা ছাড়ার ঘোষণা দেন আলী তারিন। তিনি পিএসএল ব্যবস্থাপনার বিরুদ্ধে স্বচ্ছতার অভাব ও অতিরিক্ত উচ্চাভিলাসের অভিযোগ তুলেছিলেন। এর পাল্টা জবাবে পিসিবি তারিনকে আইনি নোটিশ পাঠায়, যেখানে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নোটিশের প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক একটি ভিডিও প্রকাশ করেন তারিন, যেখানে নোটিশ ছিঁড়ে ফেলতেও দেখা যায়। ধীরে ধীরে পিএসএলের প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় তিনি একঘরে হয়ে পড়েন। অন্য মালিকরা যেখানে নবায়নের প্রস্তাব পান, সেখানে তারিন কোনো চিঠিই পাননি বলে দাবি করেন।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/টিএ
