Connect with us
ক্রিকেট

কাশ্মীরে পিএসএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘোষণা পিসিবির

Kashmir Stadium
মুজাফফরাবাদ স্টেডিয়াম, কাশ্মীর। ছবি: সংগৃহীত

পাকিস্তান শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের এবারের আসরের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই স্টেডিয়ামে।  

গতকাল (সোমবার) ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত পিএসএলের রোডশোতে আজাদ কাশ্মীরে পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

আজাদ কাশ্মীরে পিএসএল আয়োজনের বিষয়ে নাকভি জানান, মুজাফফরাবাদ স্টেডিয়ামে পিএসএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পিসিবি। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ভেন্যুটি উন্নয়নের উদ্যোগও নিয়েছে বোর্ড। স্টেডিয়ামের মান নিয়ে প্রশ্নে দৃড় কণ্ঠে জানান, ‘মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামকে আমরা সর্বোচ্চ মানে উন্নত করব।’



পিএসএল আয়োজনের জন্য মুজাফফরাবাদ কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই মুজাফফরাবাদে রয়েছে। সেখানে পাঁচতারকা মানের হোটেলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো পরিবেশ তৈরি আছে।’

মুজাফফরাবাদে পিএসএলের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথাও ভাবছে পিসিবি। নাকভি জানান, শুধু পিএসএল নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করা হবে আজাদ জম্মু ও কাশ্মীরে। তবে মুজাফফরাবাদে কয়টি পিএসএল ম্যাচ হবে, তা এখনো চূড়ান্ত করেনি পিসিবি। পিএসএলের ম্যাচসূচি প্রকাশ হলেই জানা যাবে কতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মুজাফফরাবাদ স্টেডিয়ামে।

২০১৬ সালে পাঁচ দল নিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় পা রাখে পাকিস্তান। পিএসএলের আগামী সংস্করণ থেকে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নতুন দল। ১১তম আসর থেকেই আট দলের লিগে রূপ নেবে টুর্নামেন্টটি। আগামী বছরের এপ্রিল-মে মাসে হওয়ার কথা ২০২৬ পিএসএল।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট