বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে দুঃসংবাদ অজি শিবিরে। পিঠের চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে।
কামিন্সকে বাদ দিয়ে ডরসুইসকে নেওয়ার বিষয়ে অজি নির্বাচক টনি ডোডেমেইড বলেছেন, ‘প্যাটের পিঠের চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগায় বেন প্রস্তুত বিকল্প হিসেবে দলে এসেছে। সে বাঁহাতি পেস বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং ও টেলএন্ডারে কার্যকর ব্যাটিংয়েরও সক্ষমতা রাখে। গতির সঙ্গে সুইংয়ের মিশ্রণ এবং বুদ্ধিদীপ্ত ভ্যারিয়েশনের দক্ষতা তাকে আমাদের প্রত্যাশিত কন্ডিশন এবং দলের সামগ্রিক কাঠামোর সঙ্গে মানানসই করে তুলবে।’
অস্ট্রেলিয়ার দুঃসংবাদ এখানেই শেষ নয়, কিছুদিন আগে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্টও। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ছন্দে থাকা ম্যাট রেনশ। এদিকে আলোচনায় রয়েছেন বিগ ব্যাশে দারুণ ছন্দে থাকা স্টিভ স্মিথও। বিগ ব্যাশে দারুণ ছন্দে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে বিবেচনা করেনি ক্রিকেট বোর্ড।
পিঠের ইনজুরিতে বেশ কিছুদিন ধরেই ভুগছেন কামিন্স, খেলতে পারেননি এবারের অ্যাশেজের প্রথম দুই ম্যাচ।
তবুও কামিন্সকে রাখা হয়েছিল অস্ট্রেলিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে। ধারণা করা হয়েছিল, শুরু থেকে না পারলেও মাঝপথে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে সেরকম সম্ভাবনা না থাকায় চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ছেন এই অভিজ্ঞ পেসার।
ভারতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কামিন্সের। আইপিএলে সানরাইজার্স হায়দরবাদের অধিনায়কও ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। তাই তার খেলতে না পারা অস্ট্রেলিয়ার জন্য বড় ঘাটতি।
অস্ট্রেলিয়ার জার্সিতে কামিন্স সর্বশেষ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে। সেটিই ছিল ওই বছর জুলাইয়ের পর তাঁর একমাত্র ম্যাচ।অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর অ্যাডিলেড টেস্টের পরই টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁকে বিশ্রামে পাঠানো হয়। তবে বিশ্বকাপের আগে পুরো সুস্থ হতে পারেননি কামিন্স।
কামিন্সের চোটের সর্বশেষ স্ক্যান রিপোর্ট ইতিবাচক হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে কামিন্সের আরও সময় প্রয়োজন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের আগে কামিন্স পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন। তাই বিশ্বকাপে খেলা হচ্ছে না এই অভিজ্ঞ পেসারের।
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৬/এআই
