প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের দেশের হয়ে খেলার স্বপ্ন ভঙ্গ হলো। যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর বিপক্ষে খেলতে প্রস্তুত ছিলেন তিনি। সব পরিকল্পনা গুছিয়েই রেখেছিলেন। অনিচ্ছাকৃত এক ভুলে সেই সফর পুরোই নষ্ট হয়ে গেল। ওয়াশিং মেশিনে ট্রাউজারের পকেটে পাসপোর্ট রেখে ধুয়ে ফেলেছিলেন কুবাস। পাসপোর্ট নষ্ট হওয়ায় যেতে পারেননি দেশের বাইরে।
কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের এই খেলোয়াড় ক্লাবের মৌসুম চলার মধ্যেই জাতীয় দলের ডাকে খেলতে চেয়েছিলেন। কিন্তু কানাডা থেকে বের হতে হলে প্রয়োজন ছিল পাসপোর্ট। সেটা না থাকায় শেষ পর্যন্ত বিমানবন্দরের পথেই যেতে পারেননি তিনি।
২০১৯ সাল থেকে জাতীয় দলে খেলছেন কুবাস। নিয়মিত সদস্য হিসেবে এবারও স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। কিন্তু অসাবধানতার ফল যে এমন হবে, তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। নিজের ট্রাউজারের পকেটে পাসপোর্ট রেখে সেটাই পুরো কাপড়সহ ওয়াশিং মেশিনে চলে যায়। এরপর যে অবস্থায় ফেরত পাওয়া গেল তা ব্যবহারের কোনো উপযোগী ছিল না।
প্যারাগুয়ের এবিসি টিভিকে কুবাসের বাবা ফ্রান্সিস্কো কুবাস জানান, “সে পুরো ঘটনা তালগোল পাকিয়ে ফেলেছিল। ভুলে পাসপোর্টটা ট্রাউজারের ভেতরেই রেখে দিয়েছিল। আর যে মেয়ে কাজ করে সেও খেয়াল করেনি। ধুয়ার পর সব নষ্ট হয়ে যায়। এটা নিয়ে সেও খুবই বিরক্ত।”
তবে এই পাসপোর্ট নষ্ট হলেও সাথে সাথে নতুন পাসপোর্ট তৈরি করে কুবাস। নতুন পাসপোর্ট দ্রুত পেলেও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হতে সময় লেগে যায়। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে কানাডা ছাড়তে পারেননি তিনি।
এদিকে কুবাসের দলে ফেরার এই অনিচ্ছাকৃত ব্যর্থতার মধ্যেই প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের কাছে ২–১ গোলে হেরে যায়। যুক্তরাষ্ট্রের কাছে হারলেও আবার একই ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে দেয় তারা। মাঠে না থাকলেও দুটি ম্যাচই দূর থেকে দেখতে হয়েছে কুবাসকে। ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের হয়ে খেলতে না পারার আক্ষেপ তাকে কিছুটা হলেও হতাশাগ্রস্ত করবে।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/টিএ