
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন।
শনিবার (১৭ মে) আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করেন ইমন। বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তার দুর্দান্ত এই ইনিংসে ৫টি চার ও ৯টি ছক্কার মার ছিল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন ইমন। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ২০১৬ সালে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন এই সাবেক টাইগার ওপেনার।
অবশ্য তামিমের রেকর্ডে ভাগ বসালেও তাকে ছাড়িয়ে যেতে পারেননি ইমন। ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন তামিম। অন্যদিকে ইমন ১০০ রান করেই আউট হয়ে যান। তাই টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখনো তামিমের দখলেই।
আরও পড়ুন:
» আগামীকাল সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
» ২২ বছর পর ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন মোহামেডান
এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন ইমন। একের পর এক বড় বড় ছক্কায় প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করেন এই ব্যাটার। মাত্র ২৮ বলেই ফিফটি রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। অবশ্য ফিফটির পর কিছুটা থমকে যায় তার রান তোলার গতি।
তবে কিছুক্ষণ দেখেশুনে খেলার পর আবার মারকুটে ব্যাটিং শুরু করেন। একের পর এক চার ছক্কার সেঞ্চুরির লক্ষ্যে এগোতে থাকেন তিনি। তবে ৪৭ বলে ৮৪ রান করেই মতিউল্লাহ খানের বলে কাটা পড়েছিলেন ইমন। তবে নো বলের সুবাদে বেচে যান তিনি। পরবর্তী ৬ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন এই ওপেনার।
ইমনের সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/বিটি
