
গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাত্র ২১ মিনিট খেলেই মাঠ ছাড়েন পালমার। এর পর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি।
চেলসি কোচ এনজো মারেসকা জানিয়েছিলেন, অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পরই হয়তো মাঠে ফিরবেন পালমার। তবে এবার জানলেন ভিন্ন কথা। মারেসকা জানিয়েছেন, আরও ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তাঁর দলের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
আজ এক সংবাদ সম্মেলনে পালমারের ইনজুরির বিষয়ে চেলসির ইতালিয়ান কোচ বলেন, ‘আমি ভুল ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তাকে আরও ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। এটাই তার ব্যাপারে সর্বশেষ তথ্য।’
মৌসুমের শুরুতেই ইনজুরির কবলে পড়েছিলেন পালমার। কুঁচকির চোট নিয়েও আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন। কিন্তু চোট কাটিয়ে উঠতে না পারায় ওয়েস্ট হামের বিপক্ষে খেলা হয়নি তার।
জাতীয় দলের হয়ে ৬ ও ১০ সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ছিলেন না এই ইংলিশ তারকা। এরপর চেলসির হয়ে মাঠে ফিরেছিলেন।
চেলসি কোচ মারেসকা এর আগে আশা করেছিলেন, পালমারের হয়তো অস্ত্রোপচার লাগবে না। আজও বলেছেন, ‘আমরা কোলকে যতটা সম্ভব সুরক্ষার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যখন ফিরবে তখন যেন পুরোপুরি ফিট থাকে।’
আগামীকাল (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে চেলসি। ম্যাচে পালমারের অনুপস্থিতি নিয়ে মারেসকা বলেন, ‘প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় কোল। তার বদলি পাওয়া কঠিন। এখন আমাদের অন্য সমাধান খুঁজতে হবে, অন্য ধরনের দক্ষতা বের করতে হবে। কারণ, কোলের মতো আরেকজন খেলোয়াড় আমাদের নেই। কোল অনন্য।’
সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছেনা চেলসির। লিগে ৭ ম্যাচে ৩ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে রয়েছে চেলসি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে আর্সেনাল।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এআই
