
গ্রুপপর্বে টানা তিন জয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলঙ্কার এশিয়া কাপটা সুখকর হলো না। বাংলাদেশের পর সুপার ফোরে পাকিস্তানের কাছেও হেরেছে লঙ্কানরা। এতে করে এক ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত হয়েছে আসালাঙ্কাদের। অন্যদিকে পাকিস্তানের আশা এখনো বেঁচে রইলো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে সালমান আগার দল। আগে ব্যাটিং করে ১৩৩ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৮ ওভারেই জয় নিশ্চিত করে ম্যান ইন গ্রিনরা।
এই দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। শ্রীলঙ্কা হেরেছিল বাংলাদেশের কাছে, আর পাকিস্তানকে হারিয়েছিল ভারত।
এদিন পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫৮ রানে ৪ উইকেট পতনের পর মাঠে লজ্জার রেকর্ড গড়েন দাসুন শানাকা। তবে প্রথম বলেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ১৪ বার ডাক মারার লজ্জার রেকর্ড গড়েন।
এর আগে আরও পাঁচ ক্রিকেটারের সাথে যৌথভাবে সর্বোচ্চ ১৩ বার ডাক মারার রেকর্ড ছিল তার। এবার একক ভাবে এই বিব্রতকর রেকর্ডের শীর্ষে উঠলেন এই লঙ্কান তারকা।
ব্যাটিং বিপর্যয়ের রাতে শ্রীলঙ্কা সংগ্রহ করে মাত্র ১৩৩ রান। কামিন্দু মেন্ডিসের ৪৪ বলে ফিফটি ছাড়া বাকিদের মধ্যে আসালাঙ্কা ১৯ বলে ২০, করুনারত্নে ২১ বলে ১৭ এবং কুশল পেরেরা ও হাসারাঙ্গা ১৫ রান করে করেন।
পাকিস্তানের হয়ে বল হাতে ৩ উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি। জোড়া উইকেট পেয়েছেন হারিস রউফ ও হুসাইন তালাত। এক উইকেট নিয়েছেন আবরার আহমেদ। ৪ ওভারে ১৬টি ডট বল দিয়ে মাত্র ৬ রান খরচ করেন আবরার।
১৩৪ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেন দুই পাক ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। ১৫ বলে ২৪ রানে ফেরার আগে ৪৫ রানের জুটি গড়ে যান ফারহান। পরে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ খেই হারিয়ে ফেলে পাকিস্তান। তবে হোসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ জুটিতে বিপদ ঘটেনি।
৫৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নওয়াজ ও তালাত। এর আগে ১৯ বলে ১৭ রান করে ফেরেন ফখর। মোহাম্মদ হারিস ১১ বলে ১৩ রান করেন। আর সায়েম আইয়ুব (২) ও সালমান আগা (৫) কোনো ভূমিকা রাখতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে থিকসেনা ও হাসারাঙ্গা দুটি করে এবং দুষ্মন্ত চামিরা একটি উইকেট নেন। এই পর্বে শ্রীলঙ্কার একটি ম্যাচ বাকি আছে ভারতের বিরুদ্ধে আর পাকিস্তানের ম্যাচ বাকি বাংলাদেশের বিরুদ্ধে। ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। বাংলাদেশকে তিনে নামিয়ে দিয়ে দুইয়ে উঠেছে পাকিস্তান।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এজে
