আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর মতে গতকাল (শুক্রবার) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে এই তালিকা পাঠিয়েছে ক্রিকেট বোর্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির নির্ধারিত সময়সীমার মধ্যেই ১৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ খেলোয়াড়দের নামও জমা দিয়েছে পিসিবি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই এই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে পিসিবি। ৩১ জানুয়ারির পর দলে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে পিসিবিকে।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ইতোমধ্যে সেই সিরিজের জন্য দলও ঘোষণা করেছে পিসিবি। বিগ ব্যাশে খেলায় দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদিরা। তাদের বদলে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের।
প্রাথমিক স্কোয়াডে আসন্ন শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ তারকাদের নামও রেখেছে পিসিবি। তালিকায় আছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফের মতো তারকা ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলি আগা। সেই স্কোয়াডে রয়েছেন আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে ও মোহাম্মদ নওয়াজ।
প্রাথমিক স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
উসমান তারিক, খাজা নাফে, আবদুল সামাদরা চমক হয়ে থাকলেন। চোট কাটিয়ে শাদাবের ফেরাও স্বস্তি টিম ম্যানেজমেন্টের।
পিসিবি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পরই টি–টোয়েন্টি বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তবে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত পাকিস্তান দলের অধিনায়কত্বে থাকবেন সালমান আলি।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/এআই
