
গতকাল (বৃহস্পতিবার) সমাপ্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লিটনের নেতৃত্বে মিরপুরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা। তবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে সফরকারীরা। এবার ম্যান ইন গ্রিনদের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ক্যারিবিয়ানদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে রিজওয়ান-সালমানরা।
ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে আজ (২৫ জুলাই) ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সফর দিয়ে দীর্ঘ ৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি। তবে এবারও সালমান আগার নেতৃত্বাধীন দলটিতে সুযোগ মেলেনি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
সবশেষ বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ৩টি পরিবর্তন এনেছে পাকিস্তান। শাহীন আফ্রিদির পাশাপাশি দলে ফিরেছেন আরো দুই পেসার হারিস রউফ ও হাসান আলি। বাংলাদেশের বিপক্ষে ছিলেন না এই দুই তারকা।
আরও পড়ুন:
» এশিয়া কাপের প্রস্তুতির জন্য আরেকটি সিরিজ খেলতে চান লিটনরা
» এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে তিনবার, যদি…
দল থেকে বাদ পড়েছেন আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়েল। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও বাদ পড়েছেন সালমান। এই সিরিজের ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া বাংলাদেশের বিপক্ষে অভিষেক ঘটা দানিয়েলের পারফরম্যান্সও ছিল দারুণ। তবে দলের তারকা পেসারদের ফেরাতেই তাদের বাদ দিতে হয়েছে পিসিবিকে।
এদিকে টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও ওয়ানডে সিরিজের দলে জায়গা করে নিয়েছেন বাবর আজম। এছাড়া টি-টোয়েন্টি দলের বাইরে রিজওয়ানের নেতৃত্বাধীন দলটিতে আছেন আবদুল্লাহ শফিক ও নাসিম শাহ।
আগামী ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। এরপর ২ ও ৩ আগস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ৮ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১০ ও ১২ আগস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিনিদাদে।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, হাসান নাওয়াজ, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, হুসেইন তালাত, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, হাসান নাওয়াজ, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/বিটি
