Connect with us
ক্রিকেট

ব্যাটে-বলে দাপট দেখিয়ে পাকিস্তানের বড় জয়

১০৪ রানের জুটি গড়ে দলকে জেতান হাসান নেওয়াজ ও হুসেইন তালাত। ছবি- ক্রিকইনফো

এমন অভিষেক তো অনেক ক্রিকেটারের স্বপ্ন। পাকিস্তানের হয়ে সেই স্বপ্নই পূরণ করলেন হাসান নাওয়াজ। অপরাজিত ফিফটির ইনিংস খেলে দলকে জিতিয়ে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান।

এদিন ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের হাফসেঞ্চুরিতে ভর করে ২৮০ রান তোলে। এভিন লুইস (৬০) ও কেইসি কার্টি ৭৭ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নেন। রোস্টন চেজ (৫৩) ও শাই হোপ (৫৫) ধীরগতির ৬৪ রানের জুটি গড়েন। তবে টেলএন্ডাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ।

পাকিস্তানের স্পিনাররা মাঝের ওভারে রান চেপে ধরেন, আর শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি ৪টি ও নাসিম শাহ ৩টি উইকেট নিয়ে স্বাগতিকদের অলআউট করে দেন। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮১।



জবাবে পাকিস্তানের হয়ে ক্রিজে নেমে সাইম আয়ুব দ্রুত ফিরলেও বাবর আজম (৪৭) ও মোহাম্মদ রিজওয়ান (৫৩) দলের হাল ধরেন।রান তুলতে থাকেন। পরপর দুজনই আউট হলে চাপে পড়ে দল। হাতে তখনো প্রয়োজন ১০১ রান।

তখন অভিষিক্ত হাসান নেওয়াজ ও দ্বিতীয় ম্যাচ খেলতে নামা হুসেইন তালাতের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি দলকে উদ্ধার করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত হাসান ৬৩ ও তালাত ৪১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

তিন ম্যাচের সিরিজে এগিয়ে থাকলো পাকিস্তান। পরের ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাবর আজমরা। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ত্রিনিদাদের এই ব্রায়ান লারা স্টেডিয়ামেই হবে ম্যাচটি ।

ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট