
ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে শোক বিরাজ করছে। দেশের ক্রীড়াঙ্গনসহ সকল অঙ্গনেই নেমে এসেছে শোকের কালো ছায়া। এই ঘটনায় দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন থেকে শুরু করে অসংখ্য খেলোয়াড়েরা শোক প্রকাশ করেছেন। তবে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরের ক্রীড়া তারকাকেও ব্যথিত করেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মাইলস্টোনের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় মন ভেঙেছে পাকিস্তানি ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদির। দুর্ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া করেছেন এই তারকা পেসার।
সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় আফ্রিদি বলেন, ‘এটা অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনার সকল হতাহতদের জন্য প্রার্থনা রইল। শোকাহত পরিবারগুলোর জন্য শক্তি ও আশার আলো কামনা করছি।’
আরও পড়ুন:
» মাইলস্টোনের ঘটনায় বিসিবি ও বাফুফের শোক প্রকাশ
» মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য মন কাঁদছে তামিম-মাশরাফিদের
এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারেরা। তামিম-মাশরাফিরা দুর্ঘটনায় আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
এছাড়া জাতীয় দলের বর্তমান ক্রিকেটার লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, সাদমান ইসলাম, রিশাদ হোসেনসহ অনেকেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রসঙ্গত, আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরেই সেখানে আগুন লেগে যায়। ওই সময় স্কুলের শিক্ষার্থীদের ক্লাস চলছিল, যে কারণে ক্লাসে থাকা অনেক শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত পাইলটসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/বিটি
