 
																												
														
														
													গতকাল রাতে মাঠে গড়িয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাউন্সার বল খেলতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে হিট আউট হলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার আজম খান।
সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন আজম খান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের মুখোমুখি হয় তার দল।
অ্যান্টিগুয়ার দেয়া ১৬৯ রানের টার্গেটে দলীয় ৩ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন আজম খান। ইনিংসের ১২তম ওভারে শামার স্প্রিংগারের বিপক্ষে ব্যাট করছিলেন আজম। প্রথম বল ডট খেলার পর দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন তিনি। এরপর তৃতীয় বলেই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আরও পড়ুন:
» রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মিরাজ
» আইপিএলের দুই নিয়ম নিয়ে পর্যালোচনায় বিসিসিআই
তৃতীয় বলে বাউন্সার দেন স্প্রিংগার। আজম খান ঘুরিয়ে পুল করতে গিয়ে ব্যর্থ হন এবং বল তার ডান কাঁধে আঘাত হানে। এসময় ভারসাম্য হারিয়ে ক্রিজে পড়ে যান আজম এবং তার ব্যাট উইকেটে লাগে। ফলে হিট আউটের শিকার হয়ে ফিরে যান ১৩৬ কেজির এই পাকিস্তানি ক্রিকেটার। তবে বাউন্সারের আঘাতে খুব বেশি গুরুতর ছিল না। এখন সুস্থ আছেন আজম খান।
এই ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় আজম খানরা। তারই পাকিস্তানি সতীর্থ মোহাম্মদ আমিরের শেষ ওভারে ১৮ রান নিয়ে জয় নিশ্চিত করেন প্রোটিয়া ক্রিকেটার ডোয়াইন প্রেটোরিয়াস।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	