Connect with us
ক্রিকেট

ফাইনালে আবার ভারতের সঙ্গে দেখা হচ্ছে, বললেন পাকিস্তানি ব্যাটার

Pakistani batter says they will meet India again in the final.
সাহিবজাদা ফারহান। ছবি- সংগৃহীত

এশিয়া কাপে জমে উঠেছে সুপার ফোরের লড়াই। সুপার ফোরের প্রথম দুই ম্যাচ শেষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ও ভারত। তাতে টেবিলের উপরের সারিতে অবস্থান করছে এই দুই দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে ফাইনালের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে তারা।

গতকাল (রোববার) সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে চলতি আসরে দুইবারের দেখাতেই সূর্যকুমারদের কাছে হেরেছে সালমান আগারা।

তবে পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান আশা করছেন, আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দেখছেন এই ওপেনার। ফারহান বলেন, ’আমার বিশ্বাস, ফাইনালে ভারতের সঙ্গে আবার দেখা হচ্ছে। এবার আমরা প্রস্তুত।’



সুপার ফোরে পাকিস্তানের দু’টি ম্যাচ বাকি আছে। প্রথমে শ্রীলঙ্কা এবং শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ফাইনালে যেতে হলে এই দুই ম্যাচে জিততে হবে পাকিস্তানকে। তবে বাকি দলগুলোর জয় পরাজয়ের ওপরও অনেক কিছু নির্ভর করবে।

শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে ফারহান বলেন, ‘শুরুর ম্যাচগুলোতে আমরা পাওয়ার প্লে-তে বেশকিছু উইকেট হারিয়েছি। এই ম্যাচে সেই সমস্যাটা ভালোভাবে সামলেছি আমরা। প্রথম ১০ ওভারে ৯০-এর বেশি রান তুলেছি। মাঝখানে কিছুটা সমস্যা হয়েছিল, পরের ম্যাচে আমরা তা ঠিক করার চেষ্টা করব।’

আগামীকাল (মঙ্গলবার) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট