Connect with us
হকি

ভারতের মাটিতে বিশ্বকাপ, নাম সরিয়ে নিল পাকিস্তান

Pakistan withdrew its name from the World Cup to be held in India.
ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলবে না পাকিস্তান। ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আরও একটি টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিল পাকিস্তান। আসন্ন জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম আসর খেলবে না দেশটি। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।

অনেক বছর ধরেই ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্ধের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে। যার সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় ক্রিকেটে। এর বাইরেও ফুটবল কিংবা হকি টুর্নামেন্টগুলোতেও এর প্রভাব পড়ছে৷ গত আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। সেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। এবার জুনিয়র হকি বিশ্বকাপ থেকেও নাম সরিয়ে নিল দেশটি।

ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছিল পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। কিন্তু পিএইচএফের এই দাবি মেনে নেয়নি হকির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ কারণেই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান।



পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মুজাহিদ বলেন, ‘আমাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার জন্য আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছিলাম। ভারতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাওয়ায় আমরা অংশ নিতে পারছি না। এর ফলে আমাদের খেলোয়াড়দের উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।’

পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় একটি দলের জন্য জায়গা ফাঁকা হয়েছে। খুব শিগগিরই নতুন দলের নাম ঘোষণা করবে এফআইএইচ। সবশেষ হকি এশিয়া কাপে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে এবার কোন দেশ সুযোগ পাবে সেটি এখনও নিশ্চিত নয়।

এ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলানাথ সিং বলেন, ‘পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে এফআইএইচ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে পাকিস্তান যদি না খেলে তাহলে কোন দল খেলবে সেই সিদ্ধান্ত এফআইএইচ-এর।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরাইতে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম আসর অনুষ্ঠিত হবে। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ২৪টি দল।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি