
অবশেষে হকি এশিয়া কাপে বাংলাদেশ। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিতব্য ২০২৫ এশিয়া কাপে অংশ নেবে না পাকিস্তান। তাদের পরিবর্তে খেলবে বাংলাদেশ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ২০২৫ হকি এশিয়া কাপ থেকে পাকিস্তান নাম সরিয়ে নেয়ায় সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আজ সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশকে আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)।
বাহফে বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ হকি দল এশিয়া কাপ ২০২৫-এ অংশগ্রহণ করবে। ভারতীয় হকি ফেডারেশন থেকে আমন্ত্রণপত্র পেয়েছে বাংলাদেশ হকি দল।’
এ বিষয়ে বাহফের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান বলেন, ‘আজ দুপুরের দিকে ভারত ও এশিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আমরা তাদের আমন্ত্রণে রাজি হয়েছি। খুব দ্রুতই আমরা এশিয়া কাপ খেলার অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবো।’
অবশ্য গত এপ্রিলেই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ) ফাইনালে উঠতে পারলেই এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারতো বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওমানের কাছে হেরে বিদায় নিয়েছিল লাল-সবুজের দল। অবশেষে পাকিস্তানের জায়গায় সুযোগ মিলেছে বাংলাদেশের।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে হকি এশিয়া। স্বাগতিক ভারতের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও চাইনিজ তাইপে।
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৫/বিটি
