ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সফল সিরিজ শেষ করল পাকিস্তান। টেস্ট সিরিজের ট্রফি ভাগাভাগি করলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিজেদের কাছে ঘরেই রেখে দিয়েছে স্বাগতিকরা। শনিবার (৮ নভেম্বর) সিরিজ নির্ধারনী ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৭.৫ ওভারে ১৪৩ রান করে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২৫.১ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
এই জয়ে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এর আগে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে জিতেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তবে শেষ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পরাস্ত হয়ে হেরেছে সফরকারী।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। দলের ১ রানেই ডাক মেরে ফেরেন ফখর জামান। এরপর দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন সাইম আইয়ুব ও বাবর আজম। এরপর বাবর রানআউটের শিকার হয়ে ২৭ রান করে বিদায় নেন।
এরপর সাইমকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে আরও ৬৫ রান যোগ করেন তারা। দলীয় ১৩০ রানের মাথায় বিদায় নেন সাইম। সাজঘরে ফেরার আগে ৭০ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৭ রান করেন এই ওপেনার। পরবর্তীতে রিজওয়ান ও সালমান আলী আগা ৫ রান করে বিদায় নেন। রিজওয়ান ৪৫ বলে ৩২ এবং সালমান ২ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে নান্দ্রে বার্গার ও ফোরটুইন একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে দেড়শোর আগেই গুটিয়ে যায় সফরকারীরা। প্রোটিয়াদের হয়ে আজও দারুণ খেলেন কুইন্টন ডি কক। ৭০ বলে ৫৩ রান করেন। আরেক ওপেনার লুয়ান-ড্রে প্রেটোরিয়াস করেন ৪৫ বলে ৪৯ রান। এছাড়া ম্যাথিউ ব্রিটজিকে ১৬ এবং এনকাবা পিটার ১৬ রান করেন। বাকিরা সবাই দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।
পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত করেন আবরার আহমেদ। ১০ ওভারে ১ মেডেনসহ ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া সালমান আগা, মোহাম্মদ নাওয়াজ ও শাহীন আফ্রিদি ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ১৪৩/১০ (৩৭.৫ ওভার)
পাকিস্তান : ১৪৪/৩ (২৫.১ ওভার)
ফলাফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/বিটি