Connect with us
ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, ম্যাচগুলো কবে-কখন

Pakistan Cricket Team
পাকিস্তান ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আট দল নিয়ে আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসর সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করছে দলগুলো। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান নিজেদের ঝালাই করে নিতে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে।

আজ শুক্রবার (১ আগস্ট) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৯ আগস্ট মাঠে গড়াবে এই সিরিজ, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আসন্ন এই সিরিজের গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে এবং ফাইনালের মধ্যে শিরোপা ঘরে তুলবে একটি দল।



আরও পড়ুন:

» ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেল বাংলাদেশ

» এশিয়া কাপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

আগামী ২৯ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ৭ সেপ্টেম্বর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে মুখোমুখি হবে। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতে। তাই সেখানে ত্রিদেশীয় সিরিজে খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে দারুণ সুযোগ পাচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। এদিকে বাংলাদেশ সফর শেষ করে ক্যারিবিয়ান সফরে গেছে পাকিস্তান। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। আগামী ১২ আগস্ট শেষ হবে তাদের ক্যারিবিয়ান সফর।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি:

তারিখ ম্যাচ সময় 
২৯ আগস্ট আফগানিস্তান বনাম পাকিস্তান রাত ৯টা
৩০ আগস্ট আরব আমিরাত বনাম পাকিস্তান রাত ৯টা
১ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম আফগানিস্তান রাত ৯টা
২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম আফগানিস্তান রাত ৯টা
৪ সেপ্টেম্বর পাকিস্তান বনাম আরব আমিরাত রাত ৯টা
৫ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম আরব আমিরাত রাত ৯টা
৯ সেপ্টেম্বর ফাইনাল  রাত ৯টা

ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট